২০১৯ সালে সবচে বেশি বেসামরিক আফগানকে হত্যা করেছে সরকারি ও ন্যাটো বাহিনী

২০১৯ সালের প্রথমার্ধে তালেবানদের চেয়ে আফগানিস্তানের সরকারি বাহিনী ও ন্যাটো সেনারা বেশি বেসামরিক লোকজনকে হত্যা করেছে। মঙ্গলবার জাতিসংঘ মিশনের প্রকাশিত এক রিপোর্টে এ কথা বলা হয়েছে।

বিদ্রোহীদের বিরুদ্ধে সরকারি ও ন্যাটো বাহিনীর অভিযানকালে সবচেয়ে বেশি বেসামরিক লোকজন নিহত হয়। বিমান হামলা ও বিদ্রোহীদের আস্তানায় অভিযানের সময় এরা নিহত হয়। বেসামরিক লোকজনের মধ্যে বিদ্রোহীরা লুকিয়ে থাকে।

রিপোর্টে বলা হয়, ২০১৯ সালের প্রথম ছয় মাসে আফগান বাহিনী ৪০৩ জন বেসামরিক ব্যক্তিকে হত্যা করেছে। অন্যদিকে আন্তর্জাতিক বাহিনী হত্যা করেছে ৩১৪ জনকে। তালেবান, আইএস ও অন্য বিদ্রোহী গ্রুপগুলোর হাতে নিহত হয়েছে ৫৩১ জন।

বিদ্রোহীদের সরাসরি হামলায় ৩০০ জনের মতো নিহত হয়। তালেবানরা বিশেষ করে নিরাপত্তা বাহিনীকে টার্গেট করে প্রায় প্রতিদিনই হামলা চালিয়ে যাচ্ছে।

দেশটিতে ১৮ বছরের যুদ্ধ অবসানে তালেবানদের সঙ্গে আলোচনা করছে যুক্তরাষ্ট্র। তবে তালেবানরা কোন যুদ্ধবিরতিতে রাজি হচ্ছে না। আইএসের মতো গ্রুপগুলো শিয়া ও অন্যান্য সংখ্যালঘুদের টার্গেট করছে।

জাতিসংঘ রিপোর্টের ব্যাপারে কাবুলের কাছ থেকে তাৎক্ষণিক কোন মন্তব্য পাওয়া যায়নি।

No comments

Powered by Blogger.