সৌদি পৌঁছেছেন ১ লাখেরও বেশি হজযাত্রী

কোন মুসল্লিই এবার হজে যাওয়া থেকে বাদ পড়বেন না। নির্ধারিত সময়ের মধ্যে সবাই সৌদি আরব পৌঁছাতে পারবেন।

শনিবার (৩ আগস্ট) রাজধানীর আশকোনা হাজি ক্যাম্পে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন হজ অফিসের পরিচালক সাইফুল ইসলাম।

এখন পর্যন্ত ৩২৬টি ফ্লাইটে লাখেরও বেশি হজযাত্রীরা সৌদি আরব গেছেন বলেও তথ্য দেন তিনি। তবে ফ্লাইট বিপর্যয়ের অভিযোগ করেছেন কেউ কেউ।

জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবে হজের মূল আনুষ্ঠানিকতা হবে ১০ই আগস্ট। সে হিসেবে হজে যেতে মুসল্লিদের হাতে আর মাত্র কয়েকদিন সময় বাকি। ৫ই আগস্ট বাংলাদেশ থেকে সৌদি আরব যাবে শেষ ফ্লাইটটি।

এখন পর্যন্ত হজ ব্যবস্থাপনা নিয়ে খুশি যাত্রীরা। তবে অনেকের অভিযোগ, ফ্লাইট বিলম্বের কারণে তাদের নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় থাকতে হচ্ছে হজ ক্যাম্পে।

এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করতে ১ লাখ ২৬ হাজার ৫শ’ ৯০ জন মুসল্লি সৌদি আরব যাবেন। এখন পর্যন্ত ৩২৬টি ফ্লাইটে প্রায় ১ লাখ ১৩ হাজার ৫শ’ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। তবে ৩শ’ ৩৩ জন এখনো ভিসা পাননি। হজ পরিচালক জানিয়েছেন, কেউই এবার হজে যাওয়া থেকে বঞ্চিত হবেন না।

তিনি আরো বলেন, কয়েকেটি হজ এজেন্সির বিরুদ্ধে অভিযোগ করেছেন হজ যাত্রীরা। তাদের ব্যাপারে এরই মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আগামী বছর থেকে হজ ব্যবস্থাপনা আরো শৃঙ্খলার মধ্যে আনতে সরকার কাজ করছে বলেও জানিয়েছেন হজ পরিচালক।

No comments

Powered by Blogger.