জনতার আদালত থেকে পালিয়ে গেছেন ৫৬ ইঞ্চি ছাতিওয়ালা ‘চৌকিদার’: রাহুল

রাজস্থানে রাহুল গান্ধী
ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে বলেছেন, জনতার আদালত থেকে পালিয়ে গেছেন ৫৬ ইঞ্চি ছাতিওয়ালা ‘চৌকিদার’। তিনি আজ (বুধবার) রাজস্থানে কৃষকদের এক সমাবেশে ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।
রাহুল বলেন, ‘চৌকিদার লোকসভার মধ্যে এক পাও রাখতে পারেননি। জনতার আদালত থেকে ৫৬ ইঞ্চি ছাতিওয়ালা (বুকের ছাতি) চৌকিদার পালিয়ে গেছেন এবং এক নারীকে বলেন, সীতারামনজী (প্রতিরক্ষামন্ত্রী) আপনি আমাকে রক্ষা করুন। আমি নিজেকে রক্ষা করতে পারব না। আপনি আমাকে রক্ষা করুন।’
রাহুল গান্ধী বলেন, ‘৫৬ ইঞ্চি ছাতিওয়ালা প্রধানমন্ত্রী রাফায়েল ইস্যুতে লোকসভায় এক মিনিটের জন্যও কথা বলতে পারেননি। প্রতিরক্ষামন্ত্রীকে আড়াইঘণ্টা ভাষণ দিতে হয়েছিল।’
রাফায়েল যুদ্ধবিমান ক্রয়ে দুর্নীতির অভিযোগে লোকসভায় তীব্র বিতর্কের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত না থাকায় এবং এ সংক্রান্ত জবাব প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন দেয়ায় রাহুল আজ কটাক্ষ করে ওই মন্তব্য করেন।
রাহুল বলেন, ‘আমরা কৃষকদের ঋণ মওকুফ করে ন্যায়বিচার করেছি। আমরা দেখিয়ে দিয়েছি যে কাজ নরেন্দ্র মোদি বিগত সাড়ে চার বছরে করতে পারেননি, তা আমরা দু’দিনের মধ্যে করেছি। কিন্তু কেবল কৃষকদের ঋণ মওকুফে কাজ হবে না। নতুন সবুজ বিপ্লব প্রয়োজন। আমি কংগ্রেসের লোকেদের বলব যে, একটি নতুন সবুজ বিপ্লব শুরু করুন।’
তিনি বলেন, ‘বিশ্বের প্রতিটি ঘরের ডাইনিং টেবিলে ভারতীয় কৃষকদের দখল থাকা উচিত। বিশ্বের প্রত্যেক প্রান্তে রাজস্থানের কৃষকদের সবজি, ফল, খাদ্যশস্য পৌঁছাক। এটা শুধুমাত্র কাগজে থেকে বা ভাষণ দিয়ে নয় বরং সত্যিই এটা আমরা করে দেখাবো।’ রাজস্থানে খাদ্য প্রক্রিয়াকরণ ইউনিট স্থাপন করা হবে বলেও রাহুল গান্ধী জানান।

No comments

Powered by Blogger.