ব্রিটেন এবং ইইউ পরমাণু সমঝোতার প্রতি অনুগত থাকবে: ট্রাম্পকে মে

ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে বলেছেন, তার দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন ইরানের সঙ্গে সই হওয়া পরমাণু সমঝোতা মেনে চলবে। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে থেরেসা মে এ ঘোষণা দিয়েছেন। দু নেতার ফোনালাপের পর ডাউনিং স্ট্রিট থেকে প্রকাশিত এক বিবৃতিতে একথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী মে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে তার সরকারের অবস্থান তুলে ধরেছেন এবং ইরানের পরমাণু সমঝোতার প্রতি ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিশ্রুতিবদ্ধ থাকার কথা জানিয়েছেন।
ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের পর দেশটিতে কর্মরত ব্রিটিশ কোম্পানিগুলোর ভবিষ্যত নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা করেন থেরেসা মে। বিষয়টি নিয়ে দু পক্ষ আবারো আলোচনা করবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
এর আগে, গতকাল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করেন। ফোনালাপে এ দু নেতাও পরমাণু সমঝোতার প্রতি অনুগত থাকার ঘোষণা দিয়েছেন।

No comments

Powered by Blogger.