মাহাথির-আনোয়ার বৈঠক

রাজনৈতিক বন্ধু থেকে ঘোরতর শত্রু। আবার সেই শত্রু এখন ঘনিষ্ঠ বন্ধু। সেই আনোয়ার ইব্রাহীমের সঙ্গে সাক্ষাৎ করলেন মালয়েশিয়ার  বর্তমান প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। এ সময় তার প্রতি দৃঢ় সমর্থন প্রকাশ করেন পিপলস জাস্টিস পার্টির (পিকেআর) মূল নেতা আনোয়ার ইব্রাহীম। শনিবার সন্ধ্যায় তার সঙ্গে দেখা করতে যান মাহাথির। এ সময় মন্ত্রিপরিষদে অধিকতর অংশগ্রহণের বিষয়ে কথা বলেন আনোয়ার ইব্রাহীম। তিনি বলেন, এ বিষয়ে আমার দৃষ্টিভঙ্গি ভালোভাবে নিয়েছেন প্রধানমন্ত্রী। তাছাড়া মন্ত্রিপরিষদের বিষয়ে পাকাতান হারাপানের প্রেসিডেন্সিয়াল পরিষদে একত্রিতভাবে সিদ্ধান্ত নিতে হবে। এ সময় তিনি আরো বলেছেন, ড. মাহাথিরের নেতৃত্বে এবং তার উপ-প্রধানমন্ত্রী ড. ওয়ান আজিজা ওয়ান ইসমাইলের নেতৃত্বে পাকাতান হারাপান সরকার হবে শক্তিশালী ও নির্ভেজাল। ওদিকে শনিবার মন্ত্রিপরিষদের একটি সংবাদ সম্মেলন হয় মালয়েশিয়ায়। সেখানে উপস্থিত ছিলেন না বর্তমানে পিকেআর পার্টির প্রেসিডেন্ট ড. ওয়ান আজিজাহ। এ বিষয়ে সেলাঙ্গারের মন্ত্রী আজমিন আলী বলেছেন, শনিবার আজিজাহ বৈঠকে উপস্থিত হওয়ার মতো অবস্থায় ছিলেন না। এ জন্য তাকে দেখতে প্রধানমন্ত্রী হাসপাতালে গিয়েছিলেন এবং সেখানে পুরো বিষয় নিয়ে আলোচনা করেছেন। স্থানীয় সময় রোববার বিকালে চেরাস রিহ্যাবিলিটেশন হাসপাতালে আনোয়ার ইব্রাহীমের সঙ্গে সাক্ষাতের পর তিনি বলেছেন, প্রধানমন্ত্রী মন্ত্রী পদে বেশকিছু নাম সুপারিশ করেছেন। সে সব নিয়ে আমাদের আলোচনা হয়েছে। আজমিন আরো বলেন, ড. মাহাথির ও ড. আজিজাহর প্রতি পূর্ণাঙ্গ সমর্থন রয়েছে পিকেআরের।

No comments

Powered by Blogger.