এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে: সর্বোচ্চ নেতা

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি বলেছেন, এশিয়ার দেশগুলোর মধ্যে সহযোগিতা আরও বাড়াতে হবে। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এসব দেশ শক্তিশালী হয়ে উঠতে পারবে। রোববার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা সর্বোচ্চ নেতার সঙ্গে বৈঠক করতে গেলে তিনি এ কথা বলেন।
আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি আরও বলেছেন, দুই দেশের মধ্যে বাণিজ্যিক ক্ষেত্রে সহযোগিতা জোরদারের অনেক সুযোগ রয়েছে। কিন্তু বর্তমানে এ সহযোগিতার মাত্রা প্রত্যাশার চেয়ে অনেক কম। বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণা ক্ষেত্রে ইরানের উন্নয়ন ও অগ্রগতি দুই দেশের মধ্যে  সহযোগিতা জোরদারের উপযুক্ত ক্ষেত্র তৈরি করেছে বলে তিনি মন্তব্য করেন।
সর্বোচ্চ নেতা বলেন, ইসলামি ইরান শ্রীলঙ্কার সঙ্গে সহযোগিতা ও বন্ধুত্ব জোরদারে আগ্রহী এবং আজ যেসব সমঝোতা স্মারক সই হয়েছে সেগুলো বাস্তবায়নে আন্তরিক হতে হবে।
এ সময় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা বলেন, বিজ্ঞান, কারিগরি ও উচ্চ শিক্ষা ক্ষেত্রে ইরান উন্নত দেশগুলোর সারিতে রয়েছে। দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদারের মাধ্যমে শ্রীলঙ্কা জ্ঞান-বিজ্ঞানের ক্ষেত্রে ইরানের উন্নয়নকে নিজেদের কল্যাণে কাজে লাগাতে সক্ষম হবে বলে তিনি মন্তব্য করেন।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা সর্বোচ্চ নেতার সঙ্গে বৈঠক

No comments

Powered by Blogger.