সন্ত্রাসীদের কাছ থেকে দুমা পুনরুদ্ধার করেছে সিরিয়ার সেনাবাহিনী

সিরিয়ার সেনাবাহিনী দেশটির রাজধানী দামেস্কের উপকণ্ঠে অবস্থিত পূর্ব গৌতার সর্বশেষ শহর ‘দুমা’ উগ্র সন্ত্রাসীদের কাছ থেকে পুনরুদ্ধার করেছে। এর ফলে পূর্ব গৌতা পুনরুদ্ধারের লক্ষ্যে অভিযান শুরু হওয়ার দুই মাসেরও কম সময়ের মধ্যে গোটা এলাকাটি সরকারের নিয়ন্ত্রণে এল।
এ খবর জানিয়েছে রাশিয়া। সিরিয়ায় মোতায়েন রুশ বাহিনীর কমান্ডার মেজর-জেনারেল ইউরি ইউভতুশেঙ্কো বলেছেন, দুমার একটি ভবনের উপর সিরিয়ার জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। এর অর্থ হচ্ছে, দুমা শহরের পাশাপাশি পূর্ব গৌতার পুরো এলাকা সিরিয়ার সেনাবাহিনীর নিয়ন্ত্রণে চলে এসেছে।
এতদিন রাজধানী দামেস্কের বেসামরিক এলাকাগুলোতে রকেট ও মর্টার হামলার কাজে পূর্ব গৌতাকে ব্যবহার করছিল সন্ত্রাসীরা। গত ১৯ ফেব্রুয়ারি এলাকাটি পুনরুদ্ধারের লক্ষ্যে অভিযান শুরু করে সেনাবাহিনী। অভিযানে রাশিয়ার সেনাবাহিনী সিরিয়াকে বিমান সহায়তা দেয়।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আজ (বৃহস্পতিবার) সিরিয়ার দুমা শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরটিতে রাশিয়ার মিলিটারি পুলিশ মোতায়েন করা হয়েছে।
মস্কো জানিয়েছে, তাকফিরি জঙ্গি গোষ্ঠী জেইশুল ইসলামের শত শত সন্ত্রাসী পরিবারের সদস্যদের নিয়ে পূর্ব গৌতা ত্যাগ করেছে। তবে সিরিয়ার সরকার বিরোধীদের সমর্থক বলে পরিচিত কথিত মানবাধিকার গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, পূর্ব গৌতার অবশিষ্ট জঙ্গিরা তাদের ভারী অস্ত্রসস্ত্র জমা দিয়েছে এবং তাদের নেতারা ওই এলাকা ছেড়ে চলে গেছে।

No comments

Powered by Blogger.