এক মাসে ৭০ কি.মি. অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস

চলতি বছরের গত মার্চ মাসেই প্রায় ৭০ কিলোমিটার অবৈধ গ্যাস পাইপ লাইনের সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এছাড়া ৭টি শিল্প, ২১টি বাণিজ্যিক, ১টি ক্যাপটিভ, ২৬,৫৩৩টি অবৈধ আবাসিক চুলা এবং গ্যাস বিল বকেয়ার কারণে ১২৫৮টি বৈধ চুলা ১২টি শিল্প, ৯টি বাণিজ্যিক, ১টি সিএনজি ও ১টি ক্যাপটিভের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস। গতকাল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় সংস্থাটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধ গ্যাস ব্যবহার-গ্যাস কারচুপি রোধকল্পে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে প্রচলিত কোম্পানির বিশেষ অভিযানে রাজধানীর কদমতলি এলাকায় ৫ই মার্চ একটি বেকারি ও একটি মশার কয়েল কারখানার গ্যাস সংযোগ স্থায়ীভাবে বিচ্ছিন্ন করে তাদের কাছ থেকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া, অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় গাজীপুর ও কামরাঙ্গীচর এলাকায় ১৪, ২৭ ও ২৯শে মার্চ একটি টেক্সটাইল কোম্পানি, ১টি হোটেল, একটি কনফেকশনারির গ্যাস সংযোগ স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে মোট ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। এদিকে বিভাগীয় ভিজিল্যান্স টমি কর্তৃক অনুমোদন অতিরিক্ত লোড ব্যবহার করায় ২১শে মার্চ গাজীপুর টঙ্গীতে ১টি, কোনাবাড়ী এলাকায় ১টি ও ২৮শে মার্চ সোনারগাঁও এলাকায় ১টি ডেনিম টেক লি. এর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া, অবৈধ স্থাপনায় ও অবৈধ বুস্টারে গ্যাস ব্যবহার করায় ৮ই মার্চ গাজীপুর এলাকায় ২টি, ২১শে মার্চ টঙ্গী এলাকায় ১টি ও কম্প্রেসার ব্যবহার করায় ২৮শে মার্চ জিঞ্জিরা এলাকায় মেসার্স ইসমাইল প্রিন্ট নামে একটি কৌটার ফ্যাক্টরির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে সংস্থাটি। তাছাড়া অবৈধ গ্যাস ব্যবহার করায় ৮, ১৪, ১৫ ও ১৮ই মার্চ সোনারগাঁও এবং বন্দর এলাকায় ১১টি হোটেল, ১টি কয়েল ফ্যাক্টরি, ১টি বেকারি ফ্যাক্টরি ও ১টি কেমিক্যাল প্রতিষ্ঠানের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। এছাড়া বকেয়া বিলের কারণে ৭, ১৩, ১৫, ১৪, ১৮, ১৯, ২০, ২৮ ও ২৯শে মার্চে আলাদা আলাদা অভিযানে ময়মনসিংহ, মানিকগঞ্জ, সাভার, গাজীপুর, তেজগাঁও, কোনাবাড়ী, কালিয়াকৈরে ৫টি হোটেল, ১টি বেকারি, ৬টি ইন্ডাস্ট্রিজ, ১টি ট্যানারি, ১টি কমপ্লেক্স, ১টি চিড়া মিল, ১টি ড্রেস কোম্পানি, ১টি সুয়েটার্স কোম্পানি, একটি রি-রোলিং মিলস, কোনাবাড়ীর বিসিক এলাকার মেসার্স আক্তার ক্যাপস, ফতুল্লা এলাকার মোল্লা পেপার প্রোডাক্টসহ জিঞ্জিরায় মেসার্স আসলাম নামে একটি লন্ড্রির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তাছাড়া মানিকগঞ্জ এলাকায় গত ২৭শে মার্চ মেসার্স জে এন্ড জে সিএনজি ও ক্যাপিটিভ পাওয়ার এর গ্যাস সংযোগও বিচ্ছিন্ন করেছে তিতাস। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এক মাসে বিভিন্ন ব্যাসের সর্বমোট ২,২৭,০৫২ ফুট অর্থাৎ ৬৯.২০ কি.মি. অবৈধ স্থাপিত গ্যাস সংযোগ বিচ্ছিন্ন বা  অপসারণ করেছে সংস্থাটি।

No comments

Powered by Blogger.