বিএনপিকে নিয়ে আমরা কী করি

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে নিয়ে সরকার খুব বেকায়দায় আছে। বিএনপিকে সমাবেশ করার অনুমতি দিলে বলে, সরকার বাধ্য হয়ে অনুমতি দিয়েছে। আবার অনুমতি না দিলে বলে, দেশে গণতন্ত্র নেই। এখন আপনারাই বলেন, বিএনপিকে নিয়ে আমরা কী করি? গতকাল সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়া হবে কি না, মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারের ব্যাপার। তারা বিএনপির সমাবেশকে নিরাপদ মনে করলে অনুমতি দেবে। নিরাপদ মনে না করলে অনুমতি দেবে না। এই সমাবেশের অনুমতি দেয়া না-দেয়া নিয়ে আমরা বেকায়দায় আছি। এ সময় বিএনপির আন্দোলনের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, সরকারকে বাধ্য করতে গত নয় বছরে নয় মিনিটের জন্যও বিএনপি কিছু করে দেখাতে পারেনি। তাদের শাসনামলে আওয়ামী লীগের এমনও দিন গেছে যে দলের কার্যালয়ের সামনে পর্যন্ত দাঁড়ানো যায়নি। সেতুমন্ত্রী বলেন, মানুষ এখন ইলেকশনের মুডে আছে, আন্দোলনের মুডে নয়। ভোট পেতে হলে উন্নয়ন দেখাতে হয়, কাজ দেখাতে হয়। বিএনপির এমন কোনো কাজ নেই, যা নিয়ে মানুষের কাছে ভোট চাইতে যাবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক মন্তব্যের পরিপ্রেক্ষিতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী যদি পদত্যাগ করেন তাহলে দেশ চালাবে কে? মির্জা ফখরুল সাহেব, নাকি খালেদা জিয়া? তিনি কি কারাগারে বসে দেশ পরিচালনা করবেন? নির্বাচনকালীন সরকার সংবিধানে যেভাবে আছে, সেভাবেই হবে। এতে কোনো নড়চড় হবে না। সংবিধান পরিবর্তনের আর সুযোগ নাই। সাংগঠনিকভাবে আওয়ামী লীগের অবস্থা কী জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা শক্তিশালী।’ ভালো অবস্থানে আছি। সুপ্রিম কোর্টে জিতে বিএনপি মনে করছে দেশ জয় করে ফেলেছে। আমরা যে এত জায়গায় জয়ী হই, তার কোনো সংবাদ আসে না। সমপ্রতি জার্মানির একটি গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশকে স্বৈরতান্ত্রিক দেশ হিসেবে অভিহিত করেছে। এ প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, জাতিসংঘ যখন বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের স্বীকৃতি দিয়েছে, ঠিক সেই মুহূর্তেই এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এমন প্রতিবেদনের কী উদ্দেশ্য, তা খতিয়ে দেখছি। আমরা এরই মধ্যে কাগজপত্র সংগ্রহ করেছি। এ সময় সাংবাদিকেরা রাস্তাঘাটের বেহাল দশার বিষয়ে সেতুমন্ত্রীর কাছে জানতে চান। তিনি বলেন, রাস্তাঘাটের অবস্থা বেহাল নয়। তিন-চার মাসের মধ্যেই সংস্কারকাজ শেষ হবে। কাজ শেষ হওয়ার পর মানুষ সুখে-শান্তিতে ও আরামে চলাফেরা করতে পারবে।

No comments

Powered by Blogger.