বিমানবালাকে যৌন হয়রানি অতঃপর...

বিমানবালাকে যৌন হয়রানি করার কারণে ভারতে গ্রেপ্তার করা হয়েছে ৬২ বছর বয়সী এক ব্যক্তিকে। শুধু তাই নয়। তার নাম ‘নো ফ্লাই লিস্টে’ রাখার সুপারিশ করা হয়েছে। ওই ব্যক্তির বাড়ি পুনে। ভিস্তা বিমানে আরোহণ করে একজন বিমানবালাকে তিনি হয়রানি করেন বলে অভিযোগ আছে। এ অভিযোগে গত শনিবার তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি এখন পুলিশে চলে গেছে। এ নিয়ে এখন তদন্ত চলছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে তাকে ‘নো ফ্লাই লিস্টে’ রাখা হতে পারে। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। এতে বলা হয়, কোনো ব্যক্তি যদি কোনো বিমানবালার কাছ থেকে শারীরিক কোনো সুবিধা নেয়ার জন্য চেষ্টা করেন তাহলে তার বিরুদ্ধে তিন মাসের এবং তাকে স্পর্শ করেন তাহলে তার ছয় মাসের জেল হওয়ার বিধান আছে। ভিস্তারা বিমানের একজন মুখপাত্র বলেছেন, গত ২৪শে মার্চ আমাদের বিমানের ইউকে-৯৯৭ ফ্লাইট যাচ্ছিল লক্ষ্ণৌ থেকে দিল্লি। ওই ফ্লাইটের একজন কেবিন ক্রু বলেছেন, বিমানের একজন আরোহী ওই বিমানবালাকে যৌন হয়রানি করেছেন। তিনি শুধু তাই করেন নি। একই সঙ্গে কেবিন ক্রু ও অন্য যাত্রীদের জীবন ঝুঁকিতে ফেলেছিলেন। আমরা এ বিষয়টি পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। এ ঘটনায় মামলা হয়েছে। এখন চলছে তদন্ত। আমরা সব কর্তৃপক্ষকে সহযোগিতা দিতে প্রস্তুত। সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়, বিমানটি যখন দিল্লি অবতরণ করে তখনই ওই যৌন হয়রানির ঘটনা ঘটে। বিমানে দায়িত্বে ছিলেন মেঘালয়ের একজন বিমানবালা। এক পর্যায়ে ওই ব্যক্তি তাকে আপত্তিকরভাবে স্পর্শ করেন। একবার নয়। একাধিকবার। ফলে ওই বিমানবালা বিষয়টি তার সিনিয়র ও কয়েকজন আরোহীকে জানান।

No comments

Powered by Blogger.