পাকিস্তানকে সন্ত্রাসের আতুঁড়ঘর বললেন তসলিমা

সন্ত্রাসের প্রশ্নে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরোক্ষে তোপ দেগেছেন বাংলাদেশি বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। বুধবার নিজের টুইটারে তিনি পরোক্ষে আমেরিকাকে আক্রমণ করে লিখেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র গত ১৫ বছরে পাকিস্তানকে ৩৩ বিলিয়ন ডলার আর্থিক সাহায্য করেছে। অবিলম্বে এই আর্থিক সাহায্য বন্ধ হওয়া দরকার বলে দাবি করেছেন তসলিমা। তিনি লিখেছেন, পাকিস্তানকে আর্থিক সাহায্য বন্ধ করার সময় হয়েছে যুক্তরাষ্ট্রের। একইসঙ্গে পাকিস্তানকে সন্ত্রাসের আঁতুড়ঘর হিসেবে আখ্যায়িত করেছেন। তসলিমার মতে, বিশ্বে সন্ত্রাসের পিছনে অন্যতম বড় অবদান রয়েছে পাকিস্তানের। বিভিন্ন জঙ্গি গোষ্ঠী এবং সন্ত্রাসের সঙ্গে পাক যোগ দেখা গিয়েছে বহুবার। জঙ্গি উৎপাদনের কারখানা বলেও কটাক্ষ করা হয়েছে পাকিস্তানকে। বাংলাদেশের এই নির্বাসিত লেখিকা বিশ্বের বিভিন্ন দেশে থেকেছেন। বর্তমানে তিনি দিল্লিতে বিশেষ নিরাপত্তায় বসবাস করছেন।

No comments

Powered by Blogger.