দ. কোরিয়াকে অত্যন্ত আন্তরিক হিসেবে অভিহিত উ. কোরীয় নেতার

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দক্ষিণ কোরিয়াকে অত্যন্ত আন্তরিক হিসেবে অভিহিত করে সিউলের ভূয়সী প্রশংসা করেছেন। মঙ্গলবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম একথা জানায়। খবর বার্তা সংস্থা এএফপি’র। শীতকালীন অলিম্পিক গেমস উপলক্ষে তার বোন ও সরকারের অপর শীর্ষ কর্মকর্তারা দেশটিতে তাদের ঐতিহাসিক সফর থেকে দেশে ফিরে আসার পর তিনি এমন মন্তব্য করলেন। উত্তর কোরিয়ার প্রতিনিধি দল সিউল থেকে পিয়ংইয়ংয়ে ফিরে আসার পর সোমবার তাদের সঙ্গে কিমের বৈঠকের ব্যাপারে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ একটি প্রতিবেদন প্রকাশ করে। কেসিএনএ জানায়, প্রতিনিধি দলের প্রতিবেদন গ্রহণের পর কিম জং উন সফরটির ব্যাপারে সন্তোষ প্রকাশ করে বলেন, এ সফরের ব্যাপারে দক্ষিণ কোরিয়া অনেক আন্তরিক ছিল। এতে আরো বলা হয়, এ ব্যাপারে উত্তর কোরিয়ার নেতা সিউলকে ধন্যবাদ জানিয়েছে।

No comments

Powered by Blogger.