কলম্বিয়ায় ২০১৭ সালে শতাধিক শ্রম অধিকার ও মানবাধিকার কর্মী নিহত

কলম্বিয়ায় এ বছর শতাধিক শ্রম অধিকার ও মানবাধিকার কর্মী নিহত হয়েছে। দেশটির বিদ্রোহী গোষ্ঠী ফার্কের সঙ্গে সরকারের যুগান্তকারী শান্তি চুক্তির পরও এমন ঘটনা ঘটেছে। বুধবার জাতিসংঘ একথা জানিয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার এক বিবৃতিতে বলেন, যেসব গ্রামীণ এলাকাগুলোতে ফার্কের তৎপরতা ছিল সেখানেই হত্যাকা-গুলো ঘটেছে। এ সব এলাকায় সরকারি কর্তৃপক্ষ অনুপস্থিত ছিল। খবর এএফপি’র। ২০ ডিসেম্বর পর্যন্ত এ বছর দেশটিতে ১০৫টি হত্যাকাণ্ড ঘটেছে।

No comments

Powered by Blogger.