শিক্ষার উন্নয়নে সফলভাবে কাজ করছে বর্তমান সরকার

বাংলানিউজটোয়েন্টিফোর.কমঃ বর্তমান সরকার শিক্ষার সার্বিক উন্নয়নে সফলতার সঙ্গে কাজ করে যাচ্ছে উল্লেখ করে রুপালী ব্যাংকের পরিচালক ও চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান বলেছেন, শিক্ষাক্ষেত্রে বর্তমানে শিক্ষক, শিক্ষার্থীরা সব ধরনের প্রযুক্তিগত সুবিধা পাচ্ছে।
তিনি বলেন, বর্তমানে শিক্ষার্থীরা সহজে প্রযুক্তির উন্নত ব্যবহার নিশ্চিত করে নিজেদের অধিকতর বিকশিত করার সুযোগ পাচ্ছে। সরকারের পাশাপাশি সকলকে ঐক্যবদ্ধভাবে আমাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে।
শিক্ষার্থীদেরকে শিক্ষার পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি, ক্রীডা, প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে পারদর্শী করতে শিক্ষকদের আরও আন্তরিক হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদেরকে সৎ স্বপ্নের মাধ্যমে প্রতিষ্ঠিত মানুষ হতে পিতা-মাতা, শিক্ষকসহ সবাইকে ভুমিকা রাখতে হবে।
শনিবার (১১ নভেম্বর) সকালে সাতকানিয়া উপজেলার দক্ষিণ ঢেমশা সরকারি প্রাথমিক বিদালয়ের সমাপনী পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য আসাদ উজ জামান জনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু সুফিয়ান।
সভায় অন্যান্যের মধ্যে চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক মো. জসিম উদ্দীন, সাতকানিয়া উপজেলা শিক্ষা অফিসার আশীষ চিরন, সমাজসেবক অ্যাডভোকেট ফরিদ উদ্দীন, সাতকানিয়া উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল মালেক, সাতকানিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা সমিতির সভাপতি মো. ইউছুফ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ঢেমশা তদন্ত কেন্দ্রের ওসি (তদন্ত) বাহার মিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান, বজল চেয়ারম্যান, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবুল কাশেম, সাবেক প্রধান শিক্ষক কামাল উদ্দীন, জাকারিয়া কোম্পানী, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি জামাল হোসেন, আব্দুল নবী মেম্বার, ঢেমশা  ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক কিশোর কুমার দাশ ও এ কে এম দেলোয়ার হোসেনের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদায়ী ছাত্র মিসকাত বিনতে হাবিব, মিজান বিন আলম।

No comments

Powered by Blogger.