গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা ব্যতিত প্রকৃত উন্নয়ন সম্ভব নয় -সুজন

১২ নভেম্বর ২০১৭ইং সুজন (সুশাসনের জন্য নাগরিক), চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে সংগঠনের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে শোভাযাত্রা ও আলোচনা সভা সুজন, চট্টগ্রাম জেলার সভাপতি ও অর্থনীতিবিদ প্রফেসর সিকান্দর খানের সভাপতিত্বে অনুষ্টিত হয়। নগরীর ডিসি হিল প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে চেরাগী পাহাড়স্থ সুপ্রভাত স্টুডিও হলে আলোচনা সভা সম্পন্ন হয়। সুজন, চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক এড. আখতার কবীর চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নগর পরিকল্পনাবিদ ইঞ্জিনিয়ার শুভাষ চন্দ্র বড়–য়া, সুজন’র জেলা সমন্বয়ক শাখাওয়াত হোসেন, শাহাদাত হোসেন, চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব মোহাম্মদ কামাল উদ্দিন, সমাজকর্মী শফিকুল ইসলাম রাহী, অঞ্জয় মিত্র শংকু, মহিউদ্দিন মুকুল, এরশাদ হোসেন, স ম বখতেয়ার, জসিম উদ্দিন চৌধুরী, আল্লামা রুমি সোসাইটির মহাসচিব সৈয়দ মুহাম্মদ সিরাজুদ্দৌল্লা, নোমান উল্লাহ বাহার, মোঃ আবু ছিদ্দিক, মোঃ রিদোয়ান, ইয়াছির সামিত প্রমুখ।
সভায় প্রফেসর সিকান্দর খান বলেন, আমরা সুশাসন চাই, উন্নয়ন চাই, সত্যিকারের উন্নয়ন চাই। চাপিয়ে দেওয়া উন্নয়ন আমরা চাই না। সুশাসন ও সুষ্টু নির্বাচনের জন্য সুশাসন প্রতিষ্ঠাসহ, গুম, বিচার বহির্ভুত হত্যাকান্ড, যাবতীয় অনৈতিক কর্মকান্ড বন্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। উড়াল সড়ক গুটি কয়েক ব্যক্তির সুবিধার জন্য, উড়াল সড়ক বৃহত্তর জনগোষ্ঠীর অবমূল্যায়ন ছাড়া কিছুই নয়। জনগণের টাকায় জনগণকে প্রজা বানিয়ে উন্নয়ন কখনই স্থায় বা টেকসাই হবে না। সর্বোপরি গণতন্ত্র ও সুশাসন ব্যতিত কাঙ্খিত প্রকৃত টেকসই উন্নয়ন সম্ভব নয়।

No comments

Powered by Blogger.