কাঁচপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪০টি টিনের ঘর পুড়ে ছাই

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের পাশে অবস্থিত এক ব্যবসায়ীর বাড়িতে বুধবার রাত সাড়ে ৯টার দিকে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ৪০টি টিনের ঘর ও ঘরের ভেতরে থাকা বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় দেড় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুড়ে যাওয়া ওইসব টিনের ঘরে কাঁচপুর এলাকার বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিকরা ভাড়াটিয়া হিসেবে বসবাস করত। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার কাঁচপুর শিল্পনগরী এলাকার কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের পাশে বসবসরত মো. ফজলু মিয়ার বাড়িতে বুধবার রাত সাড়ে ৯টার দিকে গ্যাসের চুলা থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুন মুহূর্তের মধ্যে তার বাড়িতে থাকা প্রায় ৪০টি টিনের ঘরে ছড়িয়ে পড়ে। এসময় ওই টিনের ঘরগুলোর ভেতরে থাকা বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশের একটিদল ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। পরে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো. ফকরুউদ্দিনের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় দেড় ঘন্টাব্যাপী চষ্টো চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে আগুনে পুড়ে সর্বস্ব হারিয়ে অনেক শ্রমিক ও তার পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মোঃ ফকরুউদ্দিন জানান, গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। আগুনে প্রায় অর্ধকোটি টাকার ড়্গয়ড়্গতি হয়েছে। সোনারগাঁ থানার ওসি মো. মোরশেদ আলম পিপিএম জানান,  আগুনে কোন হতাহতের ঘটনা না ঘটলেও এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।

No comments

Powered by Blogger.