উভচর বাস!

ড্যানিউব নদীর ওপর নৌকাবিহার নতুন কিছু নয়, কিন্তু হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট শহরের ওই নদীতে আরও একটি মাত্রা যোগ হয়েছে। তা হল বাসে চড়ে নৌকাবিহার। ডিডব্লিউ। শহরের কেন্দ্র থেকে যখন যাত্রা শুরু হয়, তখন মনে হবে আর পাঁচটা বাসের মতোই। কিন্তু এ বাস স্থলেও চলে, আবার পানিতেও। অর্থাৎ একটি অ্যাম্ফিবিয়ান বা উভচর যান। ঠিক সে কারণেই পর্যটকরা এ অভিনব সাইটসিইং টুর পছন্দ করেন। ড্যানিউব নদীর এ প্যানোরামা ইউনেস্কোর বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় রয়েছে। দেড় ঘণ্টার টুরে ওই বাসে করে বুদাপেস্টের প্রাচীন টুরিস্ট স্পট ‘সেন্ট স্টেফানের বাসিলিকা বা গির্জায় যাওয়া যায়। যেখানে প্রাচীন রাজা ও সাধুদের পাশাপাশি হাঙ্গেরির ফুটবল কিংবদন্তি ফেরেঞ্চ পুস্কাসের সমাধিও রয়েছে। এরপরই বাসটি স্টিমার হয়ে যায়- যা অনেক যাত্রীর কাছে ভয়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। এক যাত্রী বলছেন, ‘ড্যানিউবে বেশ ঢেউ আছে। বাস সেই ঢেউ সামলে যেতে পারবে নাকি ডুবে যাবে, কে বলবে।’ বাসচালক টামাস নাহোচকি মজা করে জানান, বাসটি ডাঙায় চলে বাসের মতো আর পানিতে সুবিশাল জেট-স্কির মতো। তবে এর গতি পানিতে কম।

No comments

Powered by Blogger.