বালিয়াকান্দিতে কৃষকের লাশ উদ্ধার : আদম ব্যাপারী আটক



রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের বৃ-মাগুরা গ্রামের এক আদম ব্যবসায়ীর বাড়ীর পার্শ্ববর্তী গাছে ঝুলন্ত অবস্থায় বৃহস্পতিবার সকালে এক বিদেশ ফেরত যুবকের পিতার লাশ উদ্ধার করেছে পুলিশ। এসময় পুলিশ ওই আদম ব্যাপারীকে আটক করেছে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে বৃ-মাগুরা গ্রামের মতিয়ার মাষ্টারের মেহগনি বাগানের রেইন্ট্রি গাছে গলায় লাইলনের রশি পেচানো ঝুলন্ত লাশ দেখতে পাওয়া যায়। খবরটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী ও নিহতের পরিবারের লোকজন এসে লাশটি জামালপুর ইউনিয়নের বেতেঙ্গা গ্রামের মৃত কহিল উদ্দিন শেখের ছেলে কৃষক আদেল উদ্দিন শেখের (৫০) বলে সনাক্ত করেন। পরে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা ছাড়াও বৃ-মাগুরা গ্রামের ইবাদত মোল্যার ছেলে আদম ব্যাপারী মজিবর মোল্যা ভুলেকে (৫৫) আটক করে থানায় নিয়ে যায়। নিহত আদেল শেখের পুত্রবধূ হোসনে আরা, ভাইয়ের স্ত্রী জেলেখা বেগম জানান, আদেল শেখের ছেলে ছলিম শেখকে কাতার পাঠানোর জন্য সাড়ে ৬ লাখ টাকা নেয় বৃ-মাগুরা গ্রামের আদম ব্যাপারী মজিবর মোল্যা ভুলে। এরকম আরো ৮জনের নিকট থেকে টাকা নিয়ে কাতার পাঠায়।
সেখানে কোনো কাজ না পেয়ে খেয়ে না খেয়ে সবাই দেশে ফেরত আসে। ফেরত আসার পর থেকেই উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ ও গ্রাম্য শালিস হলেও টাকা ফেরত না দিয়ে ঘুরাতে থাকে। উল্টো টাকা দাবি করে মজিবর মোল্যা আদালত থেকে উকিল নোটিশ পাঠায়। এ বিষয়ে কথা বলতে চাইলে বুধবার বিকাল ৩টার দিকে মজিবর মোল্যা ভুলে ফোনে আদেল শেখকে জামালপুর বাজারে ডেকে আনে। জামালপুর বাজারে চায়ের দোকানে চা-বিস্কুট খেতে দেখে লোকজন। তারপর আর বাড়িতে ফিরে আসেনি। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে এসে দেখি লাশ ঝুলছে। তাদের ধারণা মজিবর মোল্যা ভুলে পরিকল্পিতভাবে হত্যা করে গাছের সাথে লাশ ঝুলিয়ে রেখেছে। তারা এর বিচার দাবি করেন। মজিবর মোল্যা ভুলে জানান, তিনি ৮জনকে কাতায় পাঠান। ৩-৪ মাস করে কাজ করে দেশে ফিরে আসে। বুধবার আদেলের সাথে তার কোনো দেখা বা কথা হয়নি। আদেল কিভাবে মারা গেছেন তা তার জানা নেই। থানার এসআই দিপন কুমার মন্ডল জানান, খবর পেয়ে এসআই অলোক কুমার ঘোষ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছেন। জিজ্ঞাসাবাদের জন্য মজিবর মোল্যা ভুলে নামে একজনকে আটক করা হয়েছে। বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ হাসিনা বেগম জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মূল রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

No comments

Powered by Blogger.