খুনের হুমকি দিয়ে উঠানে কবর খুড়লেন সহোদর

হবিগঞ্জের নবীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে আপন ছোট ভাইকে খুনের হুমকি দিয়ে তাকে দাফন করার জন্য নিজ বাড়ির উঠানেই কবর খুড়লেন বড় ভাই। নবীগঞ্জ পৌর এলাকার পূর্ব তিমিরপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে দু'সহোদর সালাম ও ফারুককে আটক করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় এলাকায় মানুষের মাঝে ব্যাপক মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কবর দেখার জন্য ওই বাড়ির উঠানে জনতার উপচে পড়া ভীড় দেখা গেছে। জানা যায়, সালাম ও ফারুক ওই গ্রামের মৃত উকিল উল্লার ছেলে। বড় ভাই আব্দুস সালাম ও ছোট ভাই ফারুকের মধ্যে বাবার রেখে যাওয়া বাড়ির জমি ভাগ-ভাটোয়ারা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে এলাকায় একাধিক সালিশ বৈঠকও হয়।
কিন্তু দুই ভাইয়ের মধ্যে কোনো সমঝোতা করা যায়নি। একের পর এক সালিশে কোনো সুরাহা না পেয়ে রাগে-ক্ষোভে বড় ভাই আব্দুস সালাম ছোট ভাই ফারুককে খুন করার হুমকি দিয়ে বাড়ির উঠানে দাফনের জন্য কবর খোড়ে। এ অবস্থায় প্রতিবেশীরা সালামকে শান্ত করার চেষ্টা করে বিফল হন। বরং সে বাড়ির উঠানে আরো একটি কবর খুড়ে। সালাম ও ফারুকের মা মাসুক বিবি ছেলেদের এ অবস্থা দেখে স্থানীয়দের মাধ্যমে নিবৃত করতে চেষ্টা করে তিনিও ব্যর্থ হন। পরে তিনি দুই ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশের দ্বারস্থ হন। পুলিশ রোববার ওই বাড়িতে হানা দিয়ে দুই ভাইকে আটক করে থানায় নিয়ে যায়। পরে তাদের জেল হাজতে পাঠানো হয়। নবীগঞ্জ থানার ওসি এস এম আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এলাকাবাসী জানায়, পুলিশ ওই দুই ভাইকে আটক না করলে তাদের জিদাজিদিতে বড় ধরনের দুর্ঘটনার আশংকা ছিল।

No comments

Powered by Blogger.