নেইমার ম্যাজিকে শিরোপার দৌড়ে রইল বার্সা

লক্ষ্য ছিল একটাই, শুধু জয়। নেইমারের দুর্দান্ত এক হ্যাট্রিকে সেই জয় নিয়েই মাঠ ছাড়ে লুইস এনরিকের বার্সেলোনা। রোববার রাতে লাস পালমাসের বিরুদ্ধে ৪-১ গোলে জয় তুলে নেয় মেসিরা। এজয়ের ফলে শেষ ম্যাচ অবধি বেচে রইলো তাদের শিরোপা জয়ের আশা। বার্সার পয়েন্ট এখন ৮৭। একম্যাচ কম খেলে শিরোপার অন্য প্রতিদ্বন্ধী রিয়েল মাদ্রিদের পয়েন্টও ৮৭। তাই জিদানের দলের হাতেই এখনো শিরোপা ভাগ্য। লাস পালমাসের মাঠে ওই খেলায় অপর গোলটি করেন উরুগুয়েন স্টাইকার লুইস সুয়ারেস। খেলার ২৫তম মিনিটে সুয়ারেজের পাস থেকে নেইমারের গোলে এগিয়ে যায় বার্সা।
এর ঠিক দুই মিনিট পরেই সুয়ারেজের গোল। এবারে সহায়ক ভূমিকায় ছিলেন নেইমার। প্রথমার্ধ ২ গোলে এগিয়ে থেকেই শেষ করে বার্সা। বিরতির পর স্বাগতিকরা বেশ কয়েকটি সুযোগ তৈরি করে। কয়েকটি সুযোগ নষ্ট করলেও ৬৩তম মিনিটে গোলের দেখা পায় পালমোস। ডান দিক থেকে বোয়েটাংয়ের ক্রসে পা বাড়িয়ে বল জালে পাঠান পেদ্রো বিগাস। এরপরেই ৬৭তম মিনিটে রাকিতিচের ক্রসে নেইমারের হেডে ব্যবধান বাড়ায় বার্সেলোনা। চার মিনিট পর আবারও বল জালে পাঠিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন নেইমার।

No comments

Powered by Blogger.