রোনাল্ডোর নৈপূণ্যে শিরোপার কাছাকাছি রিয়াল

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জোড়া গোলে লা লিগার শিরোপা জয়ের পথে আরও এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ। রোববার রাতে নিজেদের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে অতিথি সেভিয়াকে ৪-১ গোলের ব্যবধানে হারায় জিদান শিষ্যরা। রিয়ালের অন্য দুই গোলদাতার মধ্যে রয়েছেন নাচো ফের্নান্দেস ও টনি ক্রুস। আর সেভিয়ার হয়ে একমাত্র গোল করেন স্তেভান ইয়োভেতিচ। আক্রমণাত্মক শুরুর পর দশম মিনিটে বিতর্কিত গোলে এগিয়ে যায় রিয়াল। ডি-বক্সের কিছুটা বাইরে মার্কো আসেনসিও ফাউলের শিকার হলে ফ্রি-কিক পায় রিয়াল। সিদ্ধান্তটি নিয়েই রেফারির সঙ্গে কথা বলছিল সেভিয়ার খেলোয়াড়রা। কিন্তু এরই মাঝে বল বসিয়ে ফাঁকা জালে পাঠিয়ে দেন রিয়াল ডিফেন্ডার নাচো ফের্নান্দেস। রেফারিও বাজিয়ে দেন গোলের বাঁশি। ২৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রোনাল্ডো। আর দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে গোলের দেখা পান সেভিয়ার ইয়োভেতিচ। ভিতোলোর পাস পেয়ে ডি-বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে বল জালে জড়ালে ম্যাচে ফেরে সেভিয়া।
তবে ৭৮তম মিনিটে চমৎকার গোলে দলকে জয়ের পথ দেখান রোনাল্ডো। টনি ক্রুসের পাস থেকে বল পেয়ে তা জালে জড়ান সিআর সেভেন। এবারের লিগে রোনাল্ডো ২২টি গোল করেছেন। ৩৫ গোল করে গোলদাতার তালিকায় শীর্ষে আছেন লিওনেল মেসি। শেষ পর্যন্ত ৮৪তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে সব অনিশ্চয়তার ইতি টানেন ক্রুস। নাচোর পাস থেকে বল পেয়ে গোল করেন তিনি। এই সেভিয়ার কাছেই চলতি মৌসুমের প্রথমে হারের স্বাদ পেয়েছিল রিয়াল। গত ১৫ জানুয়ারি ম্যাচটিতে ২-১ গোলে হেরেছিল জিদানের দল। এদিকে বুধবার সেল্তা ভিগোর মাঠে খেলার পর আগামী রোববার শেষ রাউন্ডে মালাগার মাঠে নামবে রিয়াল। রোববার একই সময়ে শেষ রাউন্ডের ম্যাচে এইবারের বিপক্ষে ঘরের মাঠে খেলবে বার্সেলোনা। দুই দলেরই বর্তমানে পয়েন্ট ৮৭। মুখোমুখি লড়াইয়ে এগিয়ে শীর্ষে বার্সেলোনা। তবে এক ম্যাচ কম খেলায় শিরোপা ভাগ্য এখনো জিনেদিন জিদানের দলের হাতেই। বার্সেলোনা নিজেদের শেষ ম্যাচ জিতলেও রিয়াল দুই ম্যাচে ৪ পয়েন্ট পেলেই ২০১২ সালের পর প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হবে।

No comments

Powered by Blogger.