আপন জুয়েলার্স ও রেইনট্রির মালিককে তলব

অবৈধভাবে স্বর্ণ ও ডায়মন্ড রাখায় আপন জুয়েলার্সের মালিক ও বিদেশী মদ রাখায় বনানীর হোটেল রেইন ট্রির মালিককে তলব করেছে শুল্ক গোয়েন্দা। আগামী ১৭ মে সংস্থাটির কাকরাইল সদর দফতরের তাদের প্রয়োজনীয় নথিপত্রসহ তাদের হাজির হতে বলা হয়েছে। রোববার আপন জুয়েলার্সের বিভিন্ন শোরুমে ও রেইনট্রি হোটেলে অভিযান চালায় শুল্ক গোয়েন্দারা। গতকাল রোববার বেলা ১১টার দিকে আপন জুয়েলার্সের মৌচাক, উত্তরা, জিগাতলার সীমান্ত স্কয়ার এবং গুলশানের দুটি বিক্রয় কেন্দ্রে একযোগে অভিযান শুরু করে তারা। এসময় তারা প্রায় তিনশ’ কেজি সোনা ও হীরার গহনা জব্দ করে। আপন জুয়েলার্সের দলিলাদির সঙ্গে স্বর্ণালঙ্কারের গরমিল রয়েছে বলে প্রাথমিক তদন্তে প্রমাণ পেয়েছে সংস্থাটি। ফলে রাতে অভিযান শেষে পাঁচটি শোরুম সিলগালা করে দেয় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। এসব স্বর্ণালংকার রাখার বৈধতা নিয়ে আপন জুয়েলাসের্র মালিক দিলদার হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়া বিদেশী মদ রাখার দায়ে রেইনট্রির হোটেলের ব্যবস্থাপনা পরিচালককে সমন দেয়া হয়েছে। তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে।

No comments

Powered by Blogger.