খালেদা জিয়ার সঙ্গে ব্রিটিশ পররাষ্ট্র কর্মকর্তার সাক্ষাৎ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া ও আফগানিস্তান ডেস্কের পরিচালক ওয়েন জেন কিনস। মঙ্গলবার রাত ৭টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ঘণ্টাব্যাপী এ সাক্ষাৎ হয়। এ সময় ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার অ্যালিসন ব্লেক উপস্থিত ছিলেন। এ ছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, উপদেষ্টা কাউন্সিলের সদস্য রিয়াজ রহমান ও দলের পররাষ্ট্র উইংয়ের সদস্য সচিব আসাদুজ্জামান রিপন উপস্থিত ছিলেন। বৈঠকের পর কোনো পক্ষই সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি।

No comments

Powered by Blogger.