নম্বর কম পাওয়ার ভয়ে নিরুপায় শিক্ষার্থী

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার ৭৩ নং কর্ণগোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুল ইসলাম ও সভাপতি শহিদুল ইসলাম বিদ্যুতের যোগসাজশে চলছে বেপোরোয়া কোচিং বাণিজ্য। শিক্ষক আমিনুলের কাছে এক প্রকার জিম্মি হয়ে পড়েছে শিক্ষার্থী ও অভিভাবকরা। বাংলাদেশ সরকার নিয়ম করেছে ক্লাস শিক্ষার্থীদের কোনো শ্রেণীকক্ষে কোচিং করানো যাবে না।
অথচ নিয়মের তোয়াক্কা না করেই শিক্ষক আমিনুল ইসলাম স্কুল ছুটির পর শিক্ষার্থীদের কোচিং করাচ্ছেন। অভিভাবকদের অভিযোগ, আমিনুল ইসলাম সকাল ৭টা থেকে শুরু করে ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত আবার স্কুল ছুটির পর থেকে রাত ১০টা পর্যন্ত শিক্ষার্থীদের কোচিং করাচ্ছেন। প্রত্যেক শিক্ষার্থীদের কাছ প্রতি মাসে ৫০০ টাকা করে কোচিং ফি নিচ্ছেন তিনি। এছাড়া তার কাছে যদি কোনো শিক্ষার্থী কোচিং না করে তাহলে ওই শিক্ষার্থীকে নাম্বার কম বা ফেল করিয়ে দেবে বলে হুমকি-ধামকি প্রদান করেন। ফলে নিরুপায় শিক্ষার্থীরা।

No comments

Powered by Blogger.