জরায়ুর কাজ করতে আসছে কৃত্রিম গর্ভ

হবু মায়েদের জরায়ুকে সহায়তা করার জন্য কৃত্রিম গর্ভ তৈরি করতে পেরেছেন একদল মার্কিন বিজ্ঞানী। এসব কৃত্রিম গর্ভে প্রিম্যাচিউর বা অকালে জন্ম নেয়া শিশুদের বাঁচিয়ে রাখা যাবে। এই কৃত্রিম গর্ভ যেটিকে 'অতিরিক্ত-জরায়ু সহায়তা' যন্ত্র নাম দেয়া হয়েছে। এটিকে ভেড়ার উপর পরীক্ষা করে সাফল্য পাওয়া গেছে। গবেষকরা বলছেন, তাদের উদ্দেশ্য হলো প্রিম্যাচিউর শিশুদের ফুসফুস এবং অন্যান্য প্রত্যঙ্গ যাতে সঠিকভাবে বেড়ে উঠতে পারে সেটা নিশ্চিত করা। এই যন্ত্রটি মূলত একটি প্লাস্টিক ব্যাগ, যার ভেতরে রয়েছে কৃত্রিম অ্যামনিওটিক ফ্লুইড। এটার ভেতরের পরিবেশ অনেকটা জরায়ুর ভেতরের পরিবেশের মতো। বিজ্ঞানীরা ধারণা করছেন, আর তিন থেকে পাঁচ বছরের মধ্যে মানবদেহে পরীক্ষা করে দেখার জন্য প্রস্তুত করা যাবে যন্ত্রটিকে।

No comments

Powered by Blogger.