ওজন কমানো নিয়ে মুম্বাইয়ের চিকিৎসকদের মিথ্যাচার

ভারতে মুম্বাইয়ের হাসপাতালে চিকিৎসাধীন বিশ্বের সবচেয়ে স্থুলকায় নারী ইমান আহমেদকে নিয়ে ‘মিথ্যাচার’ করেছেন চিকিৎসকরা। ইমানের বোন শাইমা সেলিম ইমান জানিয়েছেন, তার বোনের ওজন কমেনি। খবর এনডিটিভির। মুম্বাইয়ের সাইফি হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছিল- অস্ত্রোপচারের মাধ্যমে ইমানের ওজন ‘২৫০ কেজি’ কমিয়ে ফেলা হয়েছে। কিন্তু ১৪ এপ্রিল হাসপাতালের ভেতরে ধারণকৃত এক ভিডিও ফুটেজে তার বোন শাইমা জানান, এসবই হচ্ছে চিকিৎসকদের বানোয়াট কথা। ভিডিওটি তিনি তার ফেসবুকে পোস্ট করেন। শাইমা বলেন, ‘সবকিছুই ছিল মিথ্যা। তারা যা করেছে, সেজন্য আল্লাহ তাদের ক্ষমা করুন। ইমানের মোটেও ওজন কমেনি।’ গত ফেব্রুয়ারিতে ৩৬ বছর বয়সী ইমানকে মিসর থেকে চিকিৎসার জন্য ভারতে আনা হয়। তখন তার ওজন ছিল ৫০০ কেজি। মুম্বাইয়ের সাইফি হাসপাতালের প্রখ্যাত চিকিৎসক ডা. মুফাজ্জল লাকদাওয়ালার নেতৃত্বে চলছে তার চিকিৎসা। হাসপাতালে ভর্তির পর থেকেই চিকিৎসকরা জানিয়ে আসছেন,
দ্রুত ওজন কমতে শুরু করেছে ইমানের। এদিকে পুরো চিকিৎসা না দিয়ে ইমানকে মিসরে পাঠিয়ে দেয়ার চেষ্টা চলছে- এমন অভিযোগ ছিল আগে থেকেই। এলিফ্যান্টিয়াসিস রোগে আক্রান্ত হওয়ায় সারা শরীর ফুলতে শুরু করে তার। ১১ বছর বয়স থেকেই বেশি ওজনের কারণে নিজের পায়ে দাঁড়াতে পারেন না মিসরীয় এই নারী। বাড়িতে হামাগুড়ি দিয়ে চলাফেরা করতে হতো। এরপর ব্রেনস্ট্রোকের কারণে শয্যাশায়ী হয়ে পড়েন। স্কুলেও যাওয়া বন্ধ হয়ে যায়। তার বর্তমান অবস্থা সম্পর্কে শাইমা জানান, তার বোন খুব দুর্বল হয়ে পড়েছে। সাইফি হাসপাতালে ঠিকমতো চিকিৎসা হচ্ছে না। তিনি বলেন, ‘ও কথা বলতে পারছে না, নড়াচড়া করতে পারছে না, কেমন নীলচে হয়ে গেছে। কোনো উন্নতিই হয়নি।’

No comments

Powered by Blogger.