অ্যাপিকটা অ্যাওয়ার্ডে প্রথমবারের মতো বাংলাদেশ

মাঝে দাঁড়ানো জাপানি রোবট অ্যাসিমো। দুই পাশে
সিঙ্গাপুরের প্রেসিডেন্ট টনি ট্যান ও স্ত্রী ম্যারি ট্যান।
পেছনে পৃথিবী-আকৃতির পর্দায় দেখানো হচ্ছে
পৃথিবীর বর্তমান অবস্থা। পাঁচ দিনের জাপান
ভ্রমণে রাজধানী টোকিওর এক বিজ্ঞান
জাদুঘরের সামনে টনি ট্যানের ছবিটি
তোলা হয় ২৯ নভেম্বর। এএফপি
তাইওয়ানের তাইপে শহরে গতকাল শুক্রবার শুরু হয়েছে চার দিনের আয়োজন অ্যাপিকটা অ্যাওয়ার্ড। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) উদ্যোগে এই আয়োজনে এবারই প্রথম বাংলাদেশ অংশগ্রহণ করেছে। এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যালায়েন্স, সংক্ষেপে অ্যাপিকটা হলো এশিয়া প্যাসিফিক অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বৃহত্তম সংগঠন। ২০১৫ সালে বাংলাদেশ থেকে একমাত্র সংগঠন হিসেবে অ্যাপিকটার সদস্যপদ লাভ করে বেসিস।
এ অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নের পাশাপাশি সম্ভাবনাময় ও সফল উদ্যোগ, সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তিনির্ভর সেবার স্বীকৃতি দিতে প্রতিবছর এ অনুষ্ঠানের আয়োজন করে অ্যাপিকটা। বেসিস সভাপতি মোস্তাফা জব্বারের সভাপতিত্বে গত বৃহস্পতিবার আয়োজিত সংবাদ সম্মেলনে এবারের অ্যাপিকটা অ্যাওয়ার্ড সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন বেসিসের জ্যেষ্ঠ সহসভাপতি রাসেল টি আহমেদ। এ ছাড়া উপস্থিত ছিলেন বেসিসের সহসভাপতি এম রাশিদুল হাসান ও পরিচালক উত্তম কুমার পালসহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। বিজ্ঞপ্তি

No comments

Powered by Blogger.