তাইওয়ানের প্রেসিডেন্টকে ট্রাম্পের ফোন!

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ও তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন।
তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েনের সঙ্গে স্থানীয় সময় গতকাল শুক্রবার ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১৯৭৯ সালে তাইওয়ানের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক ছিন্ন করে যুক্তরাষ্ট্র। মার্কিন এই নীতি ভেঙে ট্রাম্প এই পদক্ষেপ নিলেন।
বিবিসি ও এএফপির খবরে জানা যায়, ট্রাম্প কার্যালয় সূত্রে জানা গেছে, দুই দেশের প্রেসিডেন্ট ঘনিষ্ঠ অর্থনৈতিক, রাজনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক নিয়ে কথা বলেছেন। ট্রাম্পের এই পদক্ষেপে ক্ষুব্ধ হতে পারে চীন। কারণ, চীন তাইওয়ানকে বিচ্ছিন্ন প্রদেশ বলে মনে করে। অবশ্য সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেওয়া বার্তায় ট্রাম্প বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় সাই তাঁকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন। আবার ট্রাম্পের সমর্থকেরা বলছেন, এ বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় সাইকে ফোনে অভিনন্দন জানিয়েছেন ট্রাম্প।

No comments

Powered by Blogger.