শেয়ারবাজারে সূচক কমছে

দীর্ঘমেয়াদি সংকটে শেয়ারবাজার। কমছে মূল্যসূচক ও বাজার মূলধন। এছাড়া লেনদেনও ৫শ’ কোটি টাকার ঘরে ওঠানামা করছে। রোববারও দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। দিনশেষে ডিএসইর সূচক কমেছে ৬ পয়েন্ট এবং সিএসইর সূচক কমেছে ২২ পয়েন্ট। বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে রোববার ৩২১টি প্রতিষ্ঠানের ১২ কোটি ৮৪ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার মোট মূল্য ৫১১ কোটি ৯০ লাখ টাকা। এর মধ্যে দাম বেড়েছে ৮৩টি প্রতিষ্ঠানের শেয়ারের, কমেছে ১৬৮টি এবং অপরিবর্তিত রয়েছে ৭০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। ডিএসইর ব্রড সূচক আগের দিনের চেয়ে ৬ দশমিক ৫ পয়েন্ট কমে ৪ হাজার ৫৭৯ পয়েন্টে নেমে এসেছে। ডিএসই-৩০ মূল্যসূচক আগের দিনের চেয়ে দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৬৬ দশমিক ২৫ পয়েন্টে উন্নীত হয়েছে। ডিএসই শরিয়াহ সূচক ২ দশমিক ৪৭ পয়েন্ট কমে ১ হাজার ১১৯ দশমিক ০২ পয়েন্টে নেমেছে।
ডিএসইর বাজারমূলধন আগের দিনের চেয়ে কমে ৩ লাখ ২২ হাজার কোটি টাকায় নেমে এসেছে। সিএসই : চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে রোববার ২৬০টি প্রতিষ্ঠানের ৭৬ লাখ ৯১ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার মোট মূল্য ২৬ কোটি ১০ লাখ টাকা। এর মধ্যে দাম বেড়েছে ৮১টি প্রতিষ্ঠানের শেয়ারের, কমেছে ১৪১টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইর সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ২২ পয়েন্ট কমে ১৪ হাজার ৮০ পয়েন্টে নেমে এসেছে। সিএসই ৩০ মূল্যসূচক আগের দিনের চেয়ে পয়েন্ট কমে ১২ হাজার ৮২০ পয়েন্টে নেমে এসেছে। শীর্ষ দশ কোম্পানি : রোববার ডিএসইতে যেসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি বেড়েছে সেগুলো হল- শাহজিবাজার পাওয়ার, ন্যাশনাল টিউবস, আমান ফিডস, মবিল যমুনা বাংলাদেশ, বিএসআরএম লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট, আলহাজ টেক্সটাইল, কাশেম ড্রাইসেল, বেক্সিমকো ফার্মা এবং স্কয়ার ফার্মা। ডিএসইতে রোববার যেসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি বেড়েছে সেগুলো হল- ঢাকা ডাইং, ন্যাশনাল টিউবস, মেঘনা সিমেন্ট, জিকিউ বলপেন, আরামিট সিমেন্ট, এমআই সিমেন্ট, ফেডারেল ইন্স্যুরেন্স, সাইফ পাওয়ার, আইপিডিসি এবং ইউনাইটেড ইন্স্যুরেন্স।

No comments

Powered by Blogger.