ইতিহাস গড়ে নেতৃত্ব ছাড়লেন নেইমার

লাতিন আমেরিকার মানুষ বড্ড বেশি আবেগপ্রবণ। মাস দুয়েক আগে কোপা আমেরিকার ফাইনালে হেরে হুট করে অবসরের ঘোষণা দিয়ে বসেছিলেন মেসি। পরে অবশ্য অভিমান ভুলে জাতীয় দলে ফিরেছেন আর্জেন্টিনা অধিনায়ক। মেসি-নাটকের অবসান হওয়ার পর এবার নতুন নাটক জমিয়ে দিলেন নেইমার। অলিম্পিকে ফুটবলে দেশকে প্রথম স্বর্ণ এনে দিয়েই অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিলেন ব্রাজিলের সোনার ছেলে! অলিম্পিকে ব্রাজিলের অনূর্ধ্ব-২৩ দলকে নেতৃত্ব দিয়েছেন নেইমার। আর জাতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন দু’বছর ধরে। হুটহাট মাথা গরম করে লাল কার্ড দেখায় শুরু থেকেই অধিনায়কত্ব নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে নেইমারকে। অলিম্পিকে সোনা জিতে নিন্দুকদের মুখ বন্ধ করে দেয়ার পর নিজে থেকেই জানিয়ে দিলেন, কোনো পর্যায়েই আর ব্রাজিলের অধিনায়কত্ব করবেন না তিনি। হয়তো নির্ভার হয়ে খেলতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন নেইমার। দুঙ্গা বরখাস্ত হওয়ার পর গত মাসে ব্রাজিল জাতীয় দলের কোচের দায়িত্ব নিয়েছেন তিতে। নতুন কোচকে এবার নতুন অধিনায়ক বেছে নিতে বললেন নেইমার, ‘ব্রাজিল অলিম্পিক চ্যাম্পিয়ন। এটা আমার জীবনের অন্যতম বড় পাওয়া।
দেশকে নেতৃত্ব দেয়া অনেক বড় সম্মানের বিষয় হলেও আজ থেকে আমি আর ব্রাজিলের অধিনায়ক নই। আমি এই বার্তাটা এখনই তিতেকে দিয়ে দিতে চাই। যাতে তিনি জাতীয় দলের জন্য নতুন একজন অধিনায়ক খুঁজে নিতে পারেন।’ অধিনায়কের দায়িত্ব থেকে নেইমারের সরে দঁাঁড়ানোকে মহতী এক সিদ্ধান্ত হিসেবে অভিহিত করেছেন ব্রাজিলের অলিম্পিক দলের কোচ রোজারিও মিকালে, ‘সিদ্ধান্তটা আমরা আগেই জানতাম। ফাইনালের আগে সেটা প্রকাশ করা হয়নি। আমিই তাকে অলিম্পিক দলের অধিনায়ক করতে চেয়েছি। কারণ সে-ই সবচেয়ে যোগ্য। নেইমার আমাকে মুগ্ধ করেছে। দেশের জন্য সে নিবেদিতপ্রাণ। তার নেতৃত্ব ছাড়ার ব্যাপারটিও একটি মহতী সিদ্ধান্ত। তিতেকে অধিনায়কত্বের ব্যাপারে নিজের মতো করে সিদ্ধান্ত নেয়ার সুযোগ করে দিল নেইমার।’ নেতৃত্ব ছাড়লেও ব্রাজিল দলের প্রাণভোমরা হয়ে থাকবেন নেইমার। অলিম্পিক ফাইনালে জার্মানির বিপক্ষে টাইব্রেকারে জয় নিশ্চিত করা শটের পাশাপাশি ম্যাচে ব্রাজিলের একমাত্র গোলটিও নেইমারের। ইতিহাস গড়ার পর সমালোচকদের উদ্দেশে তার বার্তা, ‘এখন নিজেদের কথা গিলতে হবে তাদের।’ এএফপি।

No comments

Powered by Blogger.