ভিসা জটিলতা কাটছেই না মুস্তাফিজের

ভিসা জটিলতা কাটছেই না মুস্তাফিজুর রহমানের। ওদিকে ইংল্যান্ডের কাউন্টি দল সাসেক্স এই বাঁ-হাতি পেসারের জন্য অপেক্ষা করছে। আর ঢাকায় মুস্তাফিজ অপেক্ষা করছেন ভিসার জন্য। বৃহস্পতিবার পর্যন্ত তার ভিসা হয়নি। ফলে অপেক্ষা বাড়ল তার। রোববার ভিসা পেলে ওইদিনই বা সোমবার ইংল্যান্ডে উড়াল দেবেন মুস্তাফিজ। সেক্ষেত্রে ২১ জুলাই সাসেক্সের ম্যাচে খেলার সম্ভাবনা থাকবে তার। আইপিএল শেষে ইনজুরিতে পড়া মুস্তাফিজ এখন পুরোপুরি সুস্থ।
ভিসা না হওয়ায় নির্ধারিত সময়ে ইংল্যান্ডে যাওয়া হয়নি তার। ধারণা করা হয়েছিল, ১৫ জুলাই সাসেক্সের হয়ে প্রথম ম্যাচটি খেলবেন মুস্তাফিজ। কাউন্টিতে ২ আগস্টের পর শুরু হবে নকআউট পর্বের ম্যাচ। টি ২০ ও ওয়ানডে মিলিয়ে সাসেক্সের জার্সিতে কমপক্ষে সাতটি ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের এই পেস সেনসেশনের। সাত ম্যাচের মধ্যে তিনটি টি ২০ ও চারটি ওয়ানডে। নকআউট পর্বে উঠলে ম্যাচের সংখ্যা আরও বাড়বে। এদিকে জাতীয় দলের ক্রিকেটারদের ছুটি শেষ হচ্ছে ২০ জুলাই। এরপর শুরু হবে ফিটনেস ক্যাম্প। ছুটি শেষ হতে এখনও কয়েকদিন বাকি। তাই শেষদিকে পরিবার নিয়ে মালয়েশিয়ায় বেড়াতে যাচ্ছেন আরেক পেসার আল-আমিন হোসেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় তার রওনা হওয়ার কথা। এছাড়া যেসব ক্রিকেটার ঢাকায় রয়েছেন তারা মিরপুরে ফিটনেস জিম ও হালকা অনুশীলন করছেন।

No comments

Powered by Blogger.