পিটারসেনের পুনর্জন্ম বাংলাদেশেই

বাংলাদেশে না আসার সিদ্ধান্ত নিয়ে অ্যান্ড্রু স্ট্রাউস নাকি আগুন নিয়ে খেলছেন। শেন ওয়ার্নের মন্তব্যটা ছিল এমনই। সাবেক অস্ট্রেলীয় স্পিনারের অভিযোগ, নিজে বিশ্রামে গিয়ে অ্যালিস্টার কুকের হাতে নেতৃত্ব দিয়ে টেস্ট ক্রিকেটের প্রতি নিজের অবজ্ঞাও প্রদর্শন করেছেন স্ট্রাউস।
তবে সতীর্থের পাশে এসে দাঁড়ালেন পল কলিংউড, ‘বিশ্বে আমরাই একমাত্র দল যাদের বছরজুড়ে খেলতে হচ্ছে। অন্যরা কিন্তু ঠিকই ছুটি পেয়েছে। চাপটার সঙ্গে ফুটবল দলের কোচের চাপ তুলনা করা যায়। স্ট্রাউসি আর দলের নীতিনির্ধারকদের তাই মনে হয়েছে, ওকে খানিকটা বিশ্রাম দেওয়ার এটাই সঠিক সময়।’
অ্যাশেজকে ভাবনায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলিংউডের মন্তব্য, ওয়ার্ন সেটা বুঝছেন বলেই তাঁর গা-জ্বলুনি, ‘অধিনায়ক যদি তরতাজা হয়ে ফিরে এসে অ্যাশেজে বড় স্কোর করে, তাহলে সেটা তো দুর্দান্ত হবে। এটা আসলে দীর্ঘমেয়াদি চিন্তা থেকেই করা। আমাদের দলে দুর্দান্ত সব খেলোয়াড় আছে। স্ট্রাউসি না থাকলেও দলের মূল লক্ষ্য একই থাকবে।’
অন্য খেলোয়াড়দের মধ্যে সিনিয়র হিসেবে কেভিন পিটারসেন সামনে থেকে পথ দেখাবেন বলে আশা কলিংউডের। ফর্মের সঙ্গে যুঝতে থাকা পিটারসেনের বাংলাদেশে পুনর্জন্ম হবে বলেই প্রত্যাশা তাঁর।

No comments

Powered by Blogger.