শান্তিতে নোবেল পুরস্কারে মনোনয়ন পেয়েছেন ট্রাম্প

ভিন্ দেশি শরণার্থীদের জন্য অবাধে দরজা খুলে দেওয়া গ্রিক দ্বীপপুঞ্জের সাধারণ মানুষ। জঙ্গি ঘাঁটি থেকে পালিয়ে যৌনদাসী, তারপর অনেক লড়াইয়ের মধ্যে দিয়ে সমাজকর্মী হয়ে ওঠা এক তরুণী। মার্কিন প্রতিরক্ষার তথ্য ফাঁস করে শিরোনামে আসা এডওয়ার্ড স্নোডেন।   এবং ডোনাল্ড ট্রাম্প।   এদের মধ্যে মিল কোথায়? এরা সবাই এ বছর শান্তির নোবেল পুরস্কারের মনোনয়ন পেয়েছেন।   ফেব্রুয়ারির শুরু থেকেই চলতি বছরের শান্তি-নোবেল পুরস্কারের মনোনীত বিভিন্ন নাম সামনে আসছে। সম্ভাব্য শান্তি পুরস্কার প্রাপকের সেই তালিকায় নবতম সংযোজন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। যা প্রকাশ্যে আসতেই উঠেছে ব্যঙ্গের ঝড়। ব্যঙ্গের রেশ পৌঁছেছে টুইটারের দেওয়াল-লিখনেও।   আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী তথা বিশ্বের অন্যতম ধনী ব্যবসায়ী ট্রাম্প প্রচার শুরু করে বলেছিলেন, মসনদ পেলেই মার্কিন মুলুকে মুসলিমদের ‘নিষিদ্ধ’ করবেন। মেক্সিকোর শরণার্থীদের নিয়ে একের পর এক কুরুচিকর মন্তব্যও করে গিয়েছেন। এবং তার পরেও মনোনীত হয়েছেন শান্তি পুরস্কারের জন্য!  কে ট্রাম্পকে মনোনয়ন করেছেন, তার নাম অবশ্য প্রকাশ করেনি নোবেল কমিটি। অসলোর ‘পিস রিসার্চ ইনস্টিটিউট’-এর অধিকর্তা এবং নোবেল কমিটির সদস্যদের ঘনিষ্ঠ ক্রিস্টিয়ান বের্গ হার্পভাইকেনের কথায়, ‘‘মনোনয়নকারীর নাম বলার অধিকার আমাদের নেই।’’ মনোনয়নকারীর নাম না জানালেও মনোনয়ন-পত্রের কিছুটা অংশ প্রকাশ করে দিয়েছেন ক্রিস্টিয়ান। সেই চিঠিতে বলা হয়েছে, ‘‘কড়া হাতে চরমপন্থী মুসলিমদের মোকাবিলা করার কথা বলার জন্য এবং আইএস, পরমাণু শক্তিধর ইরান ও কমিউনিস্ট চিনের বিরুদ্ধে মুখ খোলার জন্য ডোনাল্ড ট্রাম্পের এই পুরস্কার পাওয়া উচিত।’’   যা শুনে টুইটারের দেওয়াল ভেসে যাচ্ছে বিদ্রুপ-খোঁচায়। কেউ বলছেন- ‘‘কেউ নাকি ডোনাল্ড ট্রাম্পকে নোবেলের জন্য মনোনীত করেছে। কিম জং উন আর আল-বাগদাদি নিশ্চই এটা শুনে দুঃখ পাচ্ছেন!’’ আবার কারও মন্তব্য— ‘‘যিনি-ই ট্রাম্পকে মনোনীত করে থাকুন না কেন, তার মনোবিদের কাছে যাওয়া উচিত।’’ এপ্রিল-ফুলের প্রসঙ্গ টেনে এনে এক জন টুইটারে লিখেছেন, ‘‘নোবেলে মনোনীত ট্রাম্প। এ বছর এপ্রিল অনেক তাড়াতাড়ি এসে পড়ল!’’ এক জনের ‘দাবি’, ট্রাম্প পুরস্কার পেলে তার প্রতিবাদে তিনি জীবনের মতো মোবাইল ব্যবহার করা ছেড়ে দেবেন। আর এক জন আশ্বাস দিয়েছেন, ‘‘এই মনোনয়ন বাস্তবায়িত হলে আমি মহাশূন্যে পাড়ি দিয়ে গিয়ে ভিন্ গ্রহের প্রাণী হয়ে যাব

No comments

Powered by Blogger.