গণপূর্ত থেকে কাউন্সিলের অনুমতি মিলেছে: রিজভী

আগামী ১৯ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের জন্য অনুমতি দিয়েছে গণপূর্ত বিভাগ। তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে এখন পর্যন্ত অনুমতি পায়নি দলটি। শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এ কথা জানান। সংবাদ সম্মেলনে মিরপুরে চা বিক্রেতাকে পুড়িয়ে হত্যার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে রিজভী বলেন, “সরকার নিষ্ঠুর, নির্দয় রক্তপাতের মাধ্যমে গোটা জাতিকে স্থির, নিস্তব্ধ গোরস্থানে পরিণত করতে চাচ্ছে। গোটা দেশ এখন অগ্নিগর্ভ “ রুহুল কবীর রিজভী বলেন, “যদি জনগণের মনের কথা, বেদনার কথা বর্তমান প্রধানমন্ত্রী উপলব্ধি করতে না পারেন তাহলে জনগণের ক্ষোভ যেকোনো মূহূর্তে সুনামির ন্যায় আছড়ে পড়ে দস্যু দলের ন্যায় আচরণকারী বর্তমান সরকারকে ভাসিয়ে নিয়ে যাবে।” বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, “ভোটারবিহীন গদি আটকে রাখা শাসকগোষ্ঠী দেশকে চরম অরাজকতার লীলাভূমিতে পরিণত করেছে। সরকারের আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে বিরোধী দল নির্মূল করার অভিযানে লেলিয়ে দিয়ে তাদের বুকের মাপটা বড় করে দেয়া হয়েছে।” রিজভী বলেন, “বিগত কয়েক বছর বিচার বহির্ভূত হত্যা, বেআইনী গুম ও গুপ্তহত্যা সংঘটিত করতে আইন প্রয়োগকারী সংস্থাকে যে ছাড়পত্র দিয়েছিল সরকার তাতে তারা ব্যাপক সাফল্য অর্জন করে এখন বিবেকহীন অবিশ্বাস্য রকম বেপরোয়া ‘আউট ল’ এ পরিণত হয়েছে “ রিজভী আরো বলেন, “সরকারের এজেন্ডা বাস্তবায়নে সদা তৎপর র‌্যাব-পুলিশ কর্তৃক এখন সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি করা যেন গা সওয়া করে দেয়া হয়েছে

No comments

Powered by Blogger.