বলাৎকার মামলার রায়ের আগে আনোয়ার ইব্রাহিমের সফর

মানবজমিন ডেস্ক: মালয়েশিয়ার সাবেক উপ-প্রধানমন্ত্রী, বর্তমান বিরোধী নেতা আনোয়ার ইব্রাহিম তার বিরুদ্ধে বিতর্কিত বলাৎকার মামলার রায় ঘোষণার আগে দেশজুড়ে এক রাজনৈতিক সফরে বের হয়েছেন। দুই বছরের বিচারপ্রক্রিয়া শেষে আগামী ৯ই জানুয়ারি এই মামলার রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে। বিচারে দোষী সাব্যস্ত হলে তাকে ২০ বছর পর্যন্ত কারাদণ্ড দেয়া হতে পারে। ফলে আগামী নির্বাচনে তার অংশ নেয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আনোয়ার ইব্রাহিম নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার তার দলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত মালয়েশিয়ার জহুর থেকে ৬ দিনের এই সফরের সূচনা করেছেন। তার এই সফর মালয়েশিয়ার  ৮টি প্রদেশ পরিভ্রমণ করে রাজধানী কুয়ালালামপুরে হাইকোর্টের সামনে রায় ঘোষণার আগে এক সমাবেশের মাধ্যমে শেষ হবে। আনোয়ার ইব্রাহিম এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, এই সফর কেবল আমাকে নির্দোষ ঘোষণার জন্য নয়- দেশকে আরও গণতান্ত্রিক ও উন্মুক্ত করতে এবং প্রধানমন্ত্রী নজিব রাজাকের সরকারকে ভোটের মাধ্যমে ক্ষমতা থেকে সরানোর যে এটাই সবচেয়ে উপযুক্ত সময় জনগণকে এ কথা বোঝানোর জন্যই এই সফর। আনোয়ার ইব্রাহিমের দল কিদিলান রেকায়েতের যুব শাখার প্রধান সামসুল ইসকান্দার রায় ঘোষণার দিন প্রায় ২০ হাজার লোকের জমায়েত হবে বলে জানিয়েছেন।

No comments

Powered by Blogger.