অলৌকিক শিশু

ভারতের উত্তর প্রদেশে বিস্ময়কর একটি শিশু জন্ম নেয়ার পর ৪৮ ঘন্টা বেঁচে ছিল। ওই শিশুটি জন্মেছিল অর্ধেক মাথা নিয়ে। এমন শিশু দেখে চিকিৎসকরা কিংকর্তব্যবিমূঢ় হয়ে যান। শিশুটি একটি কন্যাশিশু। মাথার অর্ধেকটা নিয়ে জন্ম নেয়ায় শিশুটির দুটি চোখ যেন বিস্ফোরিত হয়ে বেরিয়ে আসছিল। মাথার সঙ্গে চোখের যেন কোন সম্পর্কই নেই। উত্তর প্রদেশের আমরোহা জেলায় এ ঘটনা ঘটেছে গত মঙ্গলবার। এদিনই সবিতা রানি (৩২) নামের এক মায়ের গর্ভে জন্ম নেয় শিশুটি। তার জন্ম ছিল স্বাভাবিক প্রক্রিয়ায়। কোন অপারেশন করতে হয় নি। জন্মের পর চিকিৎসকরা বলেন, এটি একটি ‘অলৌকিক শিশু’। এ খবর চারদিকে ছড়িয়ে পড়ার পর বিপুল সংখ্যক মানুষ সমবেত হয় সাই নার্সিং হোম ক্লিনিকে। তারা একনজর দেখতে চায় শিশুটিকে। ওই ক্লিনিকের গাইনির ডাক্তার কুসুমলতা (৩০) বলেন, গর্ভকালীন কোন মা যদি অনিয়মিত খাবার গ্রহণ করেন এবং যথাযথ নয় এমন কিছু আচরণ চর্চা করেন তাহলে এ রকম জটিলতা হতে পারে। তিনি বলেন, এ জন্যই গর্ভকালীন একজন মাকে নিয়মিত চেকআপের কথা বলে থাকি আমরা চিকিৎসকরা। এর উদ্দেশ্য যাতে এমন অস্বাভাবিকত্ব নিয়ে কোন শিশুর জন্ম না হয়। তিনি আরও বলেন, শিশুটির চোখ দুটি এত বড় যে তা যেন খুলে আছে। মাথার সঙ্গে এর কোন যোগাযোগ নেই, তার মাথা পুরোপুরি গড়ে ওঠে নি। অন্য শিশুদের মতো এই শিশুটি স্বাভাবিক নড়াচড়া করে নি। অন্য শিশুর মতো জন্মের পর সে কাঁদে নি।  এমন একটি শিশুর জন্ম ও তা বেঁচে থাকা মা ও শিশুর জন্য অলৌকিক।

No comments

Powered by Blogger.