যুক্তরাষ্ট্রকে জবাব দিতেই উ. কোরিয়ার হাইড্রোজেন বোমা বিস্ফোরণ!

উত্তর কোরিয়া বুধবার ভূগর্ভে সফলভাবে হাইড্রোজেন বোমা বিস্ফোরণ ঘটিয়েছে৷ যার জেরে কেঁপে উঠল উত্তর কোরিয়া৷ কম্পনের তীব্রতা ছিল ৫.১৷ বিস্ফোরণের পর উত্তর কোরিয়া ঘোষণা করে, যুক্তরাষ্ট্রকে জবাব দিতেই তারা এই অস্ত্র তৈরি করেছে।
বুধবার এই হাইড্রোজেন বোমা ফাটানো হয় বলে সিওলের পক্ষ থেকে ঘোষণা করা হয়৷ সকাল দশটা নাগাদ এই বিস্ফোরণ ঘটানো হয় বলে জানানো হয়েছে৷ এদিকে, হাইড্রোজেন বোমা বিস্ফোরণের ফলে উত্তর কোরিয়ার পাশাপাশি কেঁপে ওঠে জাপান ও দক্ষিণ কোরিয়াও৷ এর পরই উত্তর কোরিয়া ঘোষণা করে, পরীক্ষামূলকভাবে হাইড্রোজেন বোমা বিস্ফোরণ ঘটিয়েছে তারা৷ পরীক্ষার কেন্দ্রস্থল ছিল উত্তর কোরিয়ার রিয়াংগং প্রদেশ থেকে ১৯ কিলোমিটার দূরে সুনগিবেগাম গ্রামে৷ এর পিছনে সিওলের যুক্তি, আমেরিকার বিরুদ্ধে আত্মরক্ষার খাতিরে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে৷
উত্তর কোরিয়ার বক্তব্য, আত্মরক্ষার খাতিরেই হাইড্রোজেন বোমা বিস্ফোরণ করা হয়েছে৷ কারণ, উত্তর কোরিয়ার বিরুদ্ধে একটি অশুভ অক্ষ গড়ে তুলছে আমেরিকা৷ প্রচুর পরিমাণে পরমাণু অস্ত্র রয়েছে আমেরিকার হাতে৷ আত্মরক্ষার খাতিরেই এই হাইড্রোজেন বোমা তৈরি করা হয়েছে৷
উল্লেখ্য, গত মাসেই উত্তর কোরিয়ার নেতা কিম জঙ-উন দাবি করেছিলেন যে, তারা ইতিমধ্যেই হাইড্রোজেন বোমা তৈরি করে ফেলেছেন।
তাঁর এই দাবি নিয়ে অবশ্য সন্দেহ প্রকাশ করেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। বুধবার হাইড্রোজেন বোমার পরীক্ষামূলক বিস্ফোরণের দাবি পিয়ংইয়ং করলেও সন্দেহ রয়েই গিয়েছে। প্রবীণ প্রতিরক্ষা বিশেষজ্ঞ ব্রুস বানেটের বক্তব্য, উত্তর কোরিয়া যে পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটিয়েছে তার পরিমাণ হিরোসিমায় ব্যবহৃত আমেরিকার পরমাণু বোমার মতো। কিন্তু তা হাইড্রোজেন বোমা নয়।
কিম জঙ-উনের জন্মদিনের দুই দিন আগে এই বিস্ফোরণ ঘটালো উত্তর কোরিয়া।

No comments

Powered by Blogger.