পৃথিবীকে জেকে ধরেছে মহাকাশ মিশনের ধ্বংসাবশেষ

বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, এ প্রশ্ন তো শুধু আজকের নয়। বিজ্ঞান যদি আজ সৃষ্টি করে, ধ্বংসও করবে একদিন। বিগত কয়েক দশক ধরে চলা ঘনঘন মহাকাশ মিশন ফের একবার সেই চিরকালীন প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে আমাদের।
কখনো মনে প্রশ্ন জেগেছে, এই যে এত এত মিশন হচ্ছে মহাকাশে, রকেটে চেপে পাড়ি দিচ্ছেন মহাকাশচারীররা বা এত যে স্যাটেলাইট পাঠানো হচ্ছে, সময়ের সাথে এগুলোও তো ধ্বংস হচ্ছে একদিন। তার ধ্বাংসাবশেষ কোথায় যাচ্ছে?
এই ভিডিওটি দেখলে ভবিষ্যতের কথা ভেবে নিশ্চিত শিউরে উঠবেন আপনি। এ কোথায় যাচ্ছি আমরা! মাত্র ছয় দশকে পৃথিবীর চারপাশের অবস্থাটা কেমন বদলে গেছে, ভিডিওতে তা পরিষ্কার দেখানো হয়েছে। ধ্বংসাবশেষ যেন মৌমাছির ঝাঁক! চারপাশ থেকে জেকে ধরেছে।
দাবি করা হয়, ২০ হাজারেরও বেশি ধ্বংসাবশেষ বাঁধনহীনভাবে ঘুরছে মহাকাশে। মেয়াদ ফুরনো স্যাটেলাইট ও নষ্ট হওয়া লকেটের টুকরো-টাকরার সেই জঞ্জাল সরানোর উপায় নেই। দিনে দিনে কী অবস্থায় গিয়ে আমরা পৌঁছাব, এই ভিডিওটি থেকে তার একটা আভাস মেলে।
১৯৫৭ থেকে ২০১৫ সালের মধ্যে মহাকাশে কী পরিমাণ ধ্বংসাবশেষ জমেছে, ভিডিওটিতে সেই ছবিই তুলে ধরা হয়েছে।

No comments

Powered by Blogger.