এরদোগানের সাথে হামাস প্রধানের সাক্ষাৎ

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ফিলিস্তিনের গাজার শাসক দল হামাসের প্রধান খালেদ মিশাল। স্থানীয় সময় শনিবার তুরস্কের ইস্তাম্বুলে তাঁদের সাক্ষাৎ হয়।
গত বৃহস্পতিবার রাতে ইসরায়েল ও তুরস্ক জানায়, পাঁচ বছর ধরে চলা বিরোধ মেটানোর কাছাকাছি পর্যায়ে আছে তারা। এর একদিন পরই এরদোগানের সঙ্গে দেখা করলেন মিশাল।
তুর্কি প্রেসিডেন্টের কার্যালয়ের একটি সূত্র জানায়, বৈঠকে এরদোগানকে মধ্যপ্রাচ্যের বিদ্যমান পরিস্থিতি নিয়ে অবহিত করেন মিশাল। তবে ঠিক কী নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো যায়নি।
গাজার অভ্যন্তরীণ রাজনীতিতে তুরস্কের পরোক্ষ ভূমিকা আছে। উপত্যকায় ক্ষমতাসীন হামাসের কিছু নেতা তুরস্কে অবস্থান করছেন। বিভিন্ন সময়ে গাজা থেকে অবরোধ তুলে নিতে ইসরাইলের প্রতি আহ্বান জানায় তুরস্ক।
২০১০ সালে তুরস্কের কয়েকজন মানবাধিকারকর্মী কিছু পণ্য নিয়ে মভি মারমারা নামে একটি জাহাজে করে গাজার দিকে যাচ্ছিলেন। পথে ইসরাইলি কমান্ডোদের গুলিতে ১০ মানবাধিকারকর্মী নিহত হন। এর পর থেকেই তুরস্ক-ইসরাইল সম্পর্কের অবনতি হয়।

No comments

Powered by Blogger.