গাজায় ইসরাইলি বিমান হামলায় অন্তঃসত্ত্বা নারী ও শিশু নিহত

পূর্ব গাজা সিটিতে ইসরাইলি বিমান হামলায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক ফিলিস্তিনি নারী এবং তার তিন বছর বয়সী কন্যাশিশু নিহত হয়েছে। মেডিকেল সূত্র জানায়, রবিবার অবরুদ্ধ শহরটিতে ইসরাইলি বিমান হামলায় ৩০ বছর বয়সী নূর হাসানের বাড়িটি ধ্বংস হয়ে গেলে তারা মারা যান।
নূর হাসানের বাড়ির নিকটে হামাসের একটি সামরিক প্রশিক্ষণ শিবিরকে লক্ষ্য করে ওই বিমান হামলা চালায় ইসরাইল। হামলায় আরো তিনজন আহত হয়েছেন। ফিলিস্তিনি উদ্ধারকর্মীরা এখনো ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।
ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, গাজা থেকে ছোড়া একটি রকেট দক্ষিণ ইসরাইলে আঘাত হানার জবাবে তারা এ বিমান হামলা চালিয়েছে। যেখানে হামলা চালানো হয় সেখানে হামাসের অস্ত্র তৈরির কারখানা ছিল বলে তাদের দাবি।
এ নিয়ে ইসরাইলি হামলায় ১ অক্টোবর থেকে অন্তত ১৮ ফিলিস্তিনি নিহত এবং ১০,০০০ এর বেশি লোক আহত হয়েছেন।
আল আকসা মসজিদে ফিলিস্তিনিদের নামাজ আদায়ে ইসরাইলি বাহিনীর বাধার জের ধরে গত মাস থেকে ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়।

No comments

Powered by Blogger.