কুনমিংয়ের ইউনান সাধারণ বিশ্ববিদ্যালয়ে ড. ইউনূস

 ইউনান সাধারণ বিশ্ববিদ্যালয়ের সংবর্ধনা শেষে ঐতিহ্যবাহী
রঙিন পোশাক পরা শিক্ষার্থীদের মাঝে ড. ইউনূস
চীনের কুনমিংয়ে অবস্থিত ইউনান সাধারণ বিশ্ববিদ্যালয়ে (Yunnan Normal University) ইউনূস সামাজিক ব্যবসা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে। গত ১০ই অক্টোবর শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী বাংলাদেশী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস কুনমিং গমন করেন। তাকে অভ্যর্থনা জানান ইউনান সাধারণ বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ইয়ে লিয়াওইয়ান, উপাচার্য প্রফেসর ইউয়ান ইচুয়ান এবং বিশ্ববিদ্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা। তারা প্রফেসর ইউনূসকে ১৯৩৮ সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস ঘুরিয়ে দেখান। মাত্র ৭ বছর আগে বিশ্ববিদ্যালয়টি ২.৫ একর জায়গার ওপর প্রতিষ্ঠিত তার নতুন ক্যাম্পাসে স্থানান্তর করা হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংখ্যা ৪০ হাজার, যার ৬৫ শতাংশ মেয়ে। ক্যাম্পাসে অবস্থান করে এমন ছাত্রের সংখ্যা ৩০ হাজার। শিক্ষকের সংখ্যা ২,৩০০। বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ও নেতৃস্থানীয় শিক্ষকরা প্রফেসর ইউনূসকে একটি বৃক্ষরোপণ অনুষ্ঠানে নিয়ে যান। ইউনানের ছাত্রীরা তাদের ঐতিহ্যবাহী রঙিন পোশাক পরে অনুষ্ঠানটি ঘিরে রাখে। প্রফেসর ইউনূস বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক ও শহরের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের বাৎসরিক বক্তৃতা প্রদান করেন। বক্তৃতার আগে বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ও উপাচার্য বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ ইতিহাসে বাৎসরিক বক্তৃতা প্রদানকারী বিশিষ্ট চীনা ও আন্তর্জাতিক গুণীবৃন্দের ছবি-সমৃদ্ধ গ্যালারি প্রফেসর ইউনূসকে ঘুরিয়ে দেখান। উপাচার্য বিশ্ববিদ্যালয়ে ইউনূস সামাজিক ব্যবসা কেন্দ্র প্রতিষ্ঠার ঘোষণা দেন এবং এ কেন্দ্র গড়ে তোলায় বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা প্রদানের উদ্দেশে প্রফেসর ইউনূসের সঙ্গে অনুষ্ঠান মঞ্চে একটি চুক্তি স্বাক্ষর করেন। প্রফেসর ইউনূস তার বক্তব্যে বিশ্বকে পরিবর্তন করতে তরুণদের সৃষ্টিশীল শক্তির ওপর গুরুত্ব আরোপ করেন। ওই দিনই ফুডিয়ান ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রফেসর ইউনূসকে ওই ব্যাংকে অভ্যর্থনা জানান। ফুডিয়ান ব্যাংক গ্রামীণ চায়নার সহযোগিতায় ব্যাংকটির একটি গ্রামীণ ক্ষুদ্রঋণ শাখা স্থাপন করতে যাচ্ছে।

No comments

Powered by Blogger.