ব্রহ্মপুত্রের ওপর চীনের নতুন বাঁধ

চীন তিব্বতে ব্রহ্মপুত্র নদীর ওপর নির্মিত একটি পানিবিদ্যুৎ কেন্দ্র মঙ্গলবার চালু করেছে। এর ফলে ব্রহ্মপুত্রের পানি প্রবাহ বাধাগ্রস্ত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে ভারত ও বাংলাদেশে ব্রহ্মপুত্রের প্রবাহ নিয়ে শঙ্কার সৃষ্টি হয়েছে।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, মঙ্গলবার বিদ্যুৎকেন্দ্রটির ছয়টি ইউনিটের সবগুলো চালু করা হয়েছে।
তিব্বতে এটাই চীনের বৃহত্তম বাঁধ। রাজধানী লাসা থেকে ১৪০ কিলোমিটার দূরে কেন্দ্রটির অবস্থান। জাংমু হাইড্রোপাওয়ার স্টেশন নামের এই কেন্দ্রটি নির্মাণে ব্যয় হয়েছে ১.৫ বিলিয়ন ডলার। এই কেন্দ্রে বছরে ২.৫ বিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদিত হবে। এর মাধ্যমে মধ্য তিব্বতের বিদ্যুৎ সমস্যার সমাধান হবে বলে আশা করা হচ্ছে। গত নভেম্বরে প্রথম ইউনিটটির কার্যক্রম শুরু হয়। চীনা কর্তৃপক্ষ বলছে, এই বাধের ফলে ব্রহ্মপুত্রের প্রবাহে সমস্যা হবে না। কারণ এতে পানি জমিয়ে রাখা হবে না। তবে অনেকে আশঙ্কা করা হচ্ছে, এই বাঁধের ফলে অতিরিক্ত পানি থেকে আকস্মিক মারাত্মক বন্যা হতে পারে।
সূত্র : পিটিআই

No comments

Powered by Blogger.