জেরুসালেমের গণআন্দোলনের প্রতি গাজার সমর্থন

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, পূর্ব আল-কুদস বা জেরুসালেমের ইহুদিবাদী ইসরাইল বিরোধী ইনতিফাদা গণআন্দোলনের প্রতি সমর্থন দিচ্ছে অবরুদ্ধ গাজা।
তিনি বলেন, অবরোধের কারণে গভীর দুঃখ-কষ্টের শিকার এবং দুই অঞ্চলের মধ্যে দূরত্ব বজায় থাকা সত্ত্বেও জেরুসালেমের লড়াইয়ে সমর্থন অব্যাহত রাখবে গাজা। তিনি আরো বলেন, গাজাই হলো জেরুসালেমের ইনতিফাদার হৃদপিণ্ড।
গাজা সীমান্তে সাম্প্রতিক সংঘর্ষে ইসরাইলী সেনাদের গুলিতে আহত চিকিৎসাধীন ফিলিস্তিনিদের দেখতে যেয়ে এ সব কথা বলেন তিনি। আশ-শিফা হাসপাতালে আহত ফিলিস্তিনিদের চিকিৎসা চলছে।
তিনি আরো বলেন, আল-আকসা মসজিদ এবং জেরুজালেম রক্ষার ভূমিকা থেকে গাজা কখনোই পিছে হটবে না। অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব আল-কুদসের সাম্প্রতিক ধারাবাহিক সংঘর্ষকে গত সপ্তাহে তেল আবিবের বিরুদ্ধে ইনতিফাদা হিসেবে উল্লেখ করেন হানিয়া।

No comments

Powered by Blogger.