কুতুবদিয়া হবে লবণ শিল্প নগরী

কুতুবদিয়াকে লবণ শিল্প নগরী হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। ইতোমধ্যে এ নিয়ে সরকার পরিকল্পনা গ্রহণ করেছে এবং দ্রুত সময়ের মধ্যে কাজও শুরু হবে বলে জানান তিনি।
বৃহস্পতিবার বেলা ১টার দিকে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত লবণ চাষীদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এ কথা জানান।
লবণ শিল্প নিয়ে অতীতের কোনো সরকার কোনো কার্যকর পরিকল্পনা গ্রহণ করেনি উল্লেখ্য করে শিল্পমন্ত্রী বলেন, ‘সরকার নীতিগতভাবে লবণ আমদানির পক্ষে নয়। কিন্তু এ মওসুমে বিশেষ কারণে যে লবণ আমদানি করার কথা ছিল তার এক-তৃতীয়াংশ লবণ আমদানি করা হতে পারে। তবে তাও চূড়ান্ত নয়।’
লবণ চাষীদের মান উন্নয়নে চাষীদের জন্য প্রশিক্ষণের পরিকল্পনাও সরকারের রয়েছে। লবণ চাষীরা যাতে নায্য মূল্য পায় তার দিকে নজর রেখেছে। তিনি চাষীদের আরও বেশি লবণ উৎপাদনের পরামর্শ দেন মন্ত্রী।
এর আগে একই স্থানে বেলা ১১টার দিকে শুরু হয় জেলা আইনশৃঙ্খলা কমিটি সংক্রান্ত একটি বিশেষ বৈঠক। বৈঠকে জেলার সার্বিক পরিস্থিতি সম্পর্কে মন্ত্রী কথা বলেন।
এসব বৈঠকে এমপি আশেক উল্লাহ রফিক, সাইমমু সরওয়ার কমল, আওয়ামী লীগ নেতা, প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.