রাজধানীতে শিবিরের বিক্ষোভ

শিক্ষাঙ্গনে চলমান সন্ত্রাস, ছাত্র ও শিক্ষক নির্যাতনের প্রতিবাদে রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ সমাবেশ করেছে  ছাত্রশিবির। এ উপলক্ষে আজ সকাল ৮টায় কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাতের নেতৃত্বে একটি মিছিল খিলগাঁও এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় শাখা সভাপতি এম শামিম, সেক্রেটারী সিয়াম রেজাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শিবিরের ঢাকা মহানগর পশ্চিম শাখা সকাল ১০টায় কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক মোবারক হোসেনের নেতৃত্বে একটি মিছিল মিরপুর এলাকা থেকে বের করে। সংগঠনের ঢাকা মহানগর উত্তর শাখা সকাল সাড়ে ৮টায় কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আনিসুর রহমান বিশ্বাসের নেতৃত্বে একটি মিছিল বাড্ডা এলাকা থেকে বের করে। এসময় শাখা সভাপতি তারেক হোসেন,সেক্রেটারী জামিল মাহমুদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সকাল ১১টায় যাত্রাবাড়ী এলাকায় বিক্ষোভ মিছিল করে শিবিরের ঢাকা মহানগর দক্ষিণ শাখা। কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক রাশেদুল হাসান রানার নেতৃত্বে মিছিলটি যাত্রাবাড়ী কোনাপাড়া থেকে শুরু হয়ে ফার্মের মোড়ে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় শাখা সভাপতি সাদেক বিল্লাহ, সেক্রেটারী রিয়াজ উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। একই সময় ঢাকা কলেজ শাখা সভাপতি মতিয়ার রহমানের নেতৃত্বে একটি মিছিল ধানমন্ডি থেকে শুরু হয়ে মিরপুর রোডে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারী আব্দুস শহীদ, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারী আব্দুল্লাহ আল ফয়সাল উপস্থিত ছিলেন। রাজধানীর খিলগাঁয়ের সমাবেশে শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ইয়াছিন আরাফাত বলেন, সরকার ছাত্রলীগ সন্ত্রাসীদের খুন, হামলা, লুটপাট, চাঁদাবাজী, অস্ত্রবাজী ও শিক্ষকদের লাঞ্চিত করার লাইসেন্স দিয়ে দিয়েছে। তিনি বলেন, তারা সম্মানিত শিক্ষকদের গায়ে পর্যন্ত হাত তুলছে। সবই ঘটছে পুলিশ ও প্রশাসনের সামনে। ছাত্রলীগ সন্ত্রাসী আর পুলিশের ধারাবাহিক নৈরাজ্যের কারণে দেশের প্রতিটি ক্যাম্পাস এখন টর্চার সেলে পরিণত হয়েছে। ফলে লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ হুমকির মুখে পড়েছে।

No comments

Powered by Blogger.