তোলপাড়

ঝিনাইদহের মহেশপুর থানা হাজতে মায়ের সঙ্গে ১১ মাস বয়সের শিশু রয়েলের হাজতবাসের খবরটি এখন টক অব দ্য ঝিনাইদহে পরিণত হয়েছে। ঘটনা তদন্তে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ গতকাল দুপুরে মহেশপুরের নাটিমা ও ভালাইপুর গ্রাম পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি মহেশপুর প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি জানান, পত্র-পত্রিকায় শিশু রয়েলের যে ছবিটি ছাপা হয়েছে সেটা গারদের নয়, থানার বারান্দার। বারান্দায় হেফাজতে রাখা অবস্থায় ওই ছবি তোলা হয়েছে। তিনি আরও জানান, মা লিপি খাতুন ও শিশু রয়েলকে ছাড়ানোর জন্য টাকা লেদদেনের কোন তথ্য পাওয়া যায়নি। তবে পুলিশের কোন কর্মকর্তা জড়িত থাকলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম শাহিন জানান, তদন্তকালে দেখা গেছে মহেশপুরের ভালাইপুরের রাজু আহম্মেদ একাধিক বিয়ে করেছেন। লিপি খাতুন তার ৯ নং স্ত্রী। তিনি হত্যা ও মাদক মামলার আসামি, তবে সব মামলায় তিনি জামিনে আছেন। পুলিশ তাকে গ্রেপ্তার করতে নাটিমা গ্রামে যায়নি। গ্রামবাসীর সন্দেহ হলে তারাই পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ রাজু আহম্মদকে আটক করতে যান। রাজুকে না পেয়ে গ্রামবাসী মা ও শিশুটিকে পুলিশের কাছে দেয়। মায়ের সঙ্গে শিশুটিকে ১৯ ঘণ্টা আটকে রাখা হয় থানা হাজতে। বুধবার রাত ৮টায় আটক করে বৃহস্পতিবার বিকাল ৩ টায় মুক্তি দেয়া হয়। রাজুর দাবি পুলিশকে ৪২ হাজার টাকা দিয়ে স্ত্রী ও সন্তানকে মুক্তি পেতে হয়েছে। অবশ্য অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানিয়েছেন টাকা লেদদেনের কোন প্রমাণ মেলেনি। রাজু নিজেও বিষয়টি স্বীকার করেনি। ঝিনাইদহের মহেশপুর থানার ভালাইপুর গ্রামের আজব আলীর ছেলে রাজু আহম্মদ জানান, তার নামে হত্যা ও ছিনতাই মামলা ছিল। এর মধ্যে হত্যা মামলায় ১১ মাস ও ছিনতাই মামলায় ২ মাস জেল খেটে ১৬ দিন আগে বাড়িতে আসে। জেলহাজতে থাকার সুবাদে মহেশপুর উপজেলার নাটিমা গ্রামের আবদুল আজিজের সাথে জেল খানায় রাজুর পরিচয় হয়। জেল থেকে বের হয়ে রাজু প্রায়ই নিজ স্ত্রীকে নিয়ে নাটিমা গ্রামে যেত। ঘটনার দিন তিনি তার স্ত্রী লিপি ও শিশুসন্তান রয়েলকে নিয়ে আবদুুল আজিজের বাড়িতে যান। রাত ৮ টার দিকে ওই বাড়িতে পুলিশ আসে। পুলিশ তার নাম ধরে খোঁজ করতে থাকলে তিনি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। রাজু জানান, মহেশপুর থানার এটিএসআই আমির হোসেনের নেতৃত্বে একদল পুলিশ তাকে না পেয়ে তার স্ত্রী ও ১১ মাসের শিশুকে থানায় নিয়ে যান। আটকের সময় তার স্ত্রীকে মারপিট করা হয়েছিল। অভিযোগ উঠেছে বুধবার রাতে হাজতে আটকে রেখে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় টাকার দাবি। পুলিশের ওই কর্মকর্তা মা-ছেলেকে ছাড়তে ৫০ হাজার টাকা দাবি করেন। এই টাকা না দিতে পারায় ১৯ ঘণ্টা থানা হাজতে কাটাতে হয় স্ত্রী ও শিশুসন্তানকে। পরে অবশ্য মসিয়ার নামে এক ব্যক্তির জিম্মায় তাদের মুক্তি দেয়া হয়। ঘটনার দিন সংবাদ মাধ্যমকে এটিএসআই আমির হোসেন জানান, রাজু আহম্মদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। যে কারণে তাকে আটক করতে যান। পুলিশ দেখে রাজু পালিয়ে যান। এরপর তার স্ত্রীকে একা অন্যের বাড়িতে রেখে আসলে ক্যামন হয়, তাই নিরাপত্তার জন্য থানায় নিয়ে আসি। ৪২ হাজার টাকা দিয়ে মুক্তি পাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি পরে কথা বলবেন বলে জানান। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদুল ইসলাম শাহিন জানিয়েছেন তারা স্বামী-স্ত্রী ওই বাড়িতে অবস্থানকালে এলাকার লোকজন খারাপ ধারণা করেন। এরপর জনগণ তাদের পুলিশের হাতে তুলে দেন।

No comments

Powered by Blogger.