২৫ বছর পর ইসরায়েলের অস্তিত্ব থাকবে না -খামেনি

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, আগামী ২৫ বছর পর ইসরায়েলের অস্তিত্ব থাকবে না। বুধবার তেহরানের ইমাম খোমেনি মসজিদে তিনি এ কথা বলেছেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে।
খামেনি বলেন, ‘ আমি ইসরায়েলের উদ্দেশে বলতে চাই, ২৫ বছর পর তাদের আর দেখা যাবে না।’
তিনি বলেন, ‘ আল্লাহর ইচ্ছায় ইহুদি শাসনের মতো কোন কিছু ২৫ বছরের মধ্যে থাকবে না। সেই পর্যন্ত সংগ্রামপূর্ণ, বীরোচিত ও জিহাদি মনোবল ইহুদিদের কোন শান্তি দেবে না।’
বিতর্কিত পরমাণু কর্মসূচি বন্ধে ইরানের সঙ্গে গত জুলাই মাসে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন, ফ্রান্স ও জার্মানির চুক্তি হয়। এ চুক্তির ফলে ইরান তার পারমানবিক কর্মসূচি সীমিত আকারে চালাতে পারবে। বিনিময়ে পশ্চিমারা দেশটির ওপর থেকে অর্থনৈতিক অবরোধ তুলে নেবে। ইসরায়েল বরাবরই এ চুক্তির বিরোধিতা করে আসছে।
খামেনি তার বক্তব্যে মার্কিন কর্মকর্তাদের ও চুক্তির প্রশংসা করেন।
তিনি বলেন, ‘আমরা আমেরিকানদের সঙ্গে কেবল পারমানবিক ইস্যুতে কেবল সুনির্দিষ্ট কারণে বৈঠক করেছি। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা, আমাদের চুক্তিটি ভাল হয়েছে।’

No comments

Powered by Blogger.