হুলুসি তুরস্কের নতুন সেনাপ্রধান

ইসলামিক স্টেট ও কুর্দিস্তান পিপলস পার্টির (পিকেকে) অবস্থানকে লক্ষ্য করে সামরিক হামলা চালানোর মধ্যেই নতুন সেনাপ্রধান নিয়োগ দিয়েছে তুরস্ক। বুধবার তুর্কি সরকার দেশটির পদাতিক বাহিনীর কমান্ডার জেনারেল হুলুসি আকারকে নতুন চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দিয়েছে। তিনি জেনারেল নেকদেত ওজেলের স্থলাভিষিক্ত হবেন।
৬৩ বছর বয়সী জেনারেল হুলুসির ন্যাটো সামরিক জোটে কাজ করার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে এবং তিনি জেনারেল ওজেলের চেয়ে দৃঢ় স্বভাবের মানুষ।
সম্প্রতি তুরস্ক সিরিয়ায় তৎপর আইএসআইএল অবস্থানে এবং উত্তর ইরাকে পিকেকের অবস্থানে হামলা চালাচ্ছে। তুরস্কের সুরুক শহরে সন্ত্রাসী বোমা হামলায় অন্তত ৩০ জন নিহত হওয়ার পর তুর্কি সরকার সামরিক হামলা শুরু করেছে। তবে, প্রেসিডেন্ট এরদোগানের নেতৃত্বাধীন তুর্কি প্রশাসন শুরু থেকে আইএসের সমর্থন ও সব ধরনের পৃষ্ঠপোষকতা দিয়ে এসেছে।

No comments

Powered by Blogger.