যুক্তরাজ্যে জাতীয় পাখির মর্যাদা পাচ্ছে দোয়েল

জাতীয় পাখি না থাকার লজ্জা ঘোচাতে ভোটের আয়োজন করেছিল যুক্তরাজ্য। আর সেই ভোটের ফলে জাতীয় পাখির মর্যাদা পেতে যাচ্ছে কমলা বুকের দোয়েল, যুক্তরাজ্যের ভাষায় রবিন। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে জাতীয় পাখি রয়েছে। বাংলাদেশ ও সুইডেনে দোয়েল, জাপানে গ্রিন ফিসেন্ট, ফ্রান্সে ফরাসি মোরগ এবং ভারতে ময়ূর জাতীয় পাখির স্থান দখল করে রয়েছে।
এ সম্পর্কে সেখানকার স্প্রিংওয়াচ এবং কান্ট্রিফাইলের উপস্থাপক ডেভিড লিন্ডো (৫১) বলেন, ‘এটি খুবই লজ্জাজনক একটি ব্যাপার। যুক্তরাষ্ট্রে ১৭৮২ সাল থেকে পালকহীন ঈগল পাখি জাতীয় স্থান দখল করে আছে। অথচ যুক্তরাজ্যের কোনো জাতীয় পাখি নেই।’ বৃহস্পতিবার দ্য গার্ডিয়ান জানায়, দেশটিতে এটিই ছিল প্রকৃতি সংক্রান্ত সবচেয়ে বড় ভোট আয়োজন। ওই ভোটে দেশটির ২ লাখ ২৪ হাজার ৪৩৮ জন অংশ নিয়েছিলেন। একটি বিশেষ ওয়েবসাইটে এবং দেশটির বিভিন্ন স্কুলে পোস্টাল ভোট এবং ব্যালট বাক্সের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়েছিল। ওই ভোটে বিজয়ী হয়েছে রবিন (কমলা বুকের দোয়েল পাখি)। সেখানে শিশুদের জন্যও আলাদা ভোটের ব্যবস্থা ছিল। শিশু ভোটেও রবিনই প্রথম হয়েছে। এতে অবাক উপস্থাপক লিন্ডো। তিনি বলেন, এ পাখি বহু আগে থেকেই জনপ্রিয় ছিল। বড়দিনের কার্ডে এবং আরও অনেক কিছুতেই রবিনের ছবির ব্যবহার হয়ে আসছে সেই কবে থেকেই।

No comments

Powered by Blogger.