হিলারির বাবার সমাধিস্তম্ভ ভাঙল দুর্বৃত্তরা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী সাবেক ফার্স্টলেডি হিলারি ক্লিনটনের বাবার সমাধিস্তম্ভ ভেঙে দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। প্রেসিডেন্ট নির্বাচনে নিজের প্রার্থিতা ঘোষণার কয়েকদিন পর এ খবর এল। বৃহস্পতিবার এএফপি এক প্রতিবেদনে জানায়, হিলারির প্রয়াত বাবা হিউ রোদামের সমাধিতে মাথার দিকে একটি পাথর উল্টিয়ে দেয়া হয়েছে। স্থানীয় সময় বুধবার পুলিশ এ কথা জানিয়েছে। হিলারির বাবা হিউ রোদাম পেশায় একজন টেক্সটাইল ব্যবসায়ী ছিলেন।
১৯৯৩ সালে হিলারি ফার্স্টলেডি হওয়ার চার মাস পর তিনি পরলোকগমন করেন। স্ক্রানটন শহরের ওয়াশবার্ন স্ট্রিট সমাধিক্ষেত্রে তাকে সমাহিত করা হয়। সমাধিক্ষেত্রের তত্ত্বাবধায়ক ও হিলারির বন্ধু ম্যাকগোলিন জানান, মঙ্গলবার তিনি হিলারির বাবার সমাধিস্তম্ভ ভাঙা দেখতে পান। কে বা কারা এ কাজ করেছে তা জানা যায়নি। পরে ওই সমাধি মেরামত করে সঠিকভাবে প্রতিস্থাপন করা হয়েছে। স্থানীয় পুলিশ প্রধান গেলেন থমাস বলেন, ঘটনার তদন্ত চলছে। তবে ম্যাকগোলিন মনে করেন, এ ঘটনা ইচ্ছাকৃত নয়, এর সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই।

No comments

Powered by Blogger.